Home » বরিশাল » বাকেরগঞ্জ » পায়রা নদীর ভাঙনে বিলীন গ্রাম রক্ষার বাঁধ, ঝুঁকিপূর্ণ বাকি অংশও
২৯ October ২০২৪ Tuesday ১১:২৮:১০ PM
পায়রা নদীর ভাঙনে বিলীন গ্রাম রক্ষার বাঁধ, ঝুঁকিপূর্ণ বাকি অংশও
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের পায়রা নদীর ভাঙনে বিলীন হয়েছে লক্ষীপাশা ও দুধাল মৌ দুই গ্রাম রক্ষার বাঁধের একাংশ। বাঁধের কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে আর বাকি অংশ রয়েছে ক্ষতিগ্রস্ত অবস্থায়। আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে নদীর বাঁধ পাড়ের বাসিন্দারা। অথচ গ্রাম রক্ষার বাঁধটি সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাই দ্রুত সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণ না হলে নদীর পাড়ের পুরো অঞ্চলই নদীর গর্বে বিলিন হওয়ার আশঙ্কা স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, ভরপাশা ইউনিয়নের লক্ষীপাশা ও দুধালমৌ দুই গ্রাম গড়ে উঠেছে পায়রা নদীর পাড়ে। দুই গ্রাম রক্ষার বাঁধ প্রতিবছর ভেঙে পানিবন্দি হয় এই এলাকার হাজারো মানুষ। দুই গ্রাম রক্ষার তিন কিলোমিটার বাঁধের অধিকাংশ স্থান ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এক যুগ আগেই এই এলাকার কৃষকের একমাত্র সম্বল আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়েছে। যুগের পর যুগ ধরে পায়রা নদীর সর্বনাশা অব্যাহত ভাঙনে নদী পারের শত শত ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। মাথা গুজার ঠাঁই হারিয়ে অনেকে অনত্র বসবাস করছেন। এখন নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে গ্রাম রক্ষা বাঁধের। এমন অবস্থায় এই এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। গ্রাম রক্ষার বাঁধ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
দুধলমৌ গ্রামের রাজ্জাক চৌকিদার জানান, পায়রা নদী,পাণ্ডব নদী,তুলাতলী এই ৩ নদীর মোহনায় নদী ভাঙনে আমরা সব হারিয়েছি। শত শত ঘরবাড়ি এলাকা ছেড়ে অন্য এলাকায় বসবাস করছে। এখনো অনেক ঘরবাড়ি ও স্থাপনা রয়েছে ঝুঁকির মধ্যে।
স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ কলে বলেন, নদী ভাঙনে আমরা সব হারিয়েছি। এখন হারিয়ে যাচ্ছে গ্রাম রক্ষার বাঁধ। পানি উন্নয়ন বোর্ড পায়রা নদী ভাঙন প্রতিরোধে কখনো এগিয়ে আসেনি।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদ বিন অলীদ বলেন, বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নে সরকারি তালিকার ভেরি বাঁধ নেই। ভরপাশা ইউনিয়নের পায়রা নদীর ভাঙ্গন স্থান পরিদর্শন করে একটি প্রকল্পের মাধ্যমে নদী ভাঙ্গন প্রতিরোধ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাকেরগঞ্জের সাবেক মেয়রসহ আ. লীগের ১৮ নেতাকর্মী কারাগারে
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটে দুই মাস বন্ধ থাকবে উৎপাদন
ছাদ বাগানে কাটা বোতলে কালিজিরা ধানের চাষ
ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন
জীবিত স্বামীকে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা