ঝালকাঠিতে হাসপাতালের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি বিভাগের পেছনে থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।
আজ সোমবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গাইনি বিভাগের পাশে নালায় একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ দেখতে পান রোগীর স্বজনেরা।
পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পুলিশ এসে উদ্ধার করে মর্গে পাঠায়। শিশুটির জন্মের পর নাড়ি কাটা হয়নি। হাসপাতালে থাকা একাধিক রোগী ও তাঁদের স্বজনরা বলেন, নবজাতকটির গলায় ওড়না প্যাঁচানো ছিল।
এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, গাইনি ওয়ার্ডের পেছনে নবজাতকের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দিলে তারা তা উদ্ধার করে। ডিএনএ নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালটির সবগুলো সিসি ক্যামেরা অচলের বিষয়ে জানতে চাইলে তিনি তার সত্যতা নিশ্চিত করেন। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নবজাতকের মরদেহটি উদ্ধার করে ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান