রাজনৈতিক মামলায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও আওয়ামী লীগ কর্মী শাখাওয়াত হোসেন মনিরকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২ টার দিকে নগরীর নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাখাওয়াত হোসেন মনির সক্রিয় আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। এমনকি বিগত ২০১২ সালে চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্যাডে সভাপতি সুলতান আহমেদ খানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে শাখাওয়াত হোসেন মনির একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী মর্মে প্রত্যয়ন দিয়েছিলেন।
সরেজমিনে থানায় গিয়ে দেখা যায়- এসআই শফিকুল ইসলাম শাখাওয়াত হোসেন মনিরকে আটক করে থানায় নিয়ে আসেন। এ খবর শুনে থানায় ছুটে আসেন বরিশাল জেলা বাস্তুহারা দলের সভাপতি মিলন মুন্সি, বরিশাল সদর উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক শাহ আলম হাওলাদার, চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মাহমুদুর আশ্রাফসহ বেশ কয়েকজন বিএনপি নেতা। তারা হুঙ্কার দিয়ে বলতে থাকেন- শাখাওয়াত হোসেন মনিরকে কেন আটক করা হয়েছে? সে বিএনপির লোক। এ সময় তাদের কাছে শাখাওয়াত হোসেন মনির কিভাবে বিএনপির লোক হয়েছে, বিএনপির কোন মিছিল মিটিংএ তার ভূমিকা ছিল বা আছে কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান মিলন মুন্সি ও শাহ আলম হাওলাদার।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- রাজনৈতিক মামলায় শাখাওয়াত হোসেন মনিরকে আটক করা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত বলে আমরা জানতে পেরেছি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিএনপি :দুই শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত
বরিশাল কাশিপুরে আওয়ামী লীগের মিছিল, ৪ জনকে পুলিশে সোপর্দ
বরিশালে মশাল মিছিলের চেষ্টা, আটক ৪
সারাদেশে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০
দূর্গাপূজার সময়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল মহানগর