Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় আওয়ামী লীগ নেতা শাহ আলম হাওলাদার গ্রেফতার !
২২ September ২০২৫ Monday ৭:০১:৫২ PM
দশমিনায় আওয়ামী লীগ নেতা শাহ আলম হাওলাদার গ্রেফতার !
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:
দশমিনার বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ আলম হাওলাদারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান “ডেভিল হান্ট” এ গ্রেফতার করেছে।
গতকাল রাতে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি একসময় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, চলমান বিশেষ অভিযান “ডেভিল হান্ট”-এর অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে। তবে কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তার গ্রেফতারের খবরে স্থানীয় জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিএনপি :দুই শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত
বরিশাল কাশিপুরে আওয়ামী লীগের মিছিল, ৪ জনকে পুলিশে সোপর্দ
বরিশালে মশাল মিছিলের চেষ্টা, আটক ৪
সারাদেশে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০
দূর্গাপূজার সময়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল মহানগর