Current Bangladesh Time
Tuesday September ২৩, ২০২৫ ৮:৫৫ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে অন্যের বউকে তুলে নিয়ে বিয়ে: বিএনপি নেতা বহিস্কার
২২ September ২০২৫ Monday ৯:২৫:৪০ PM
Print this E-mail this

উজিরপুরে অন্যের বউকে তুলে নিয়ে বিয়ে: বিএনপি নেতা বহিস্কার


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বিরুদ্ধে এক সংখ্যালঘু নারীকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বিএনপি নেতার বিরুদ্ধে এলাকায় মাছের ঘের দখল ও ইউনিয়ন পরিষদের বরাদ্ধকৃত মালামাল জোরপূর্বক আত্মসাত এবং সাধারণ জনগনকে আওয়ামীলীগ ট্যাগ লাগিয়ে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
এই ঘটনায় জল্লা ইউনিয়নের উত্তর মুন্সি তাল্লুক গ্রামসহ গোটা ইউনিয়নের সংখ্যালঘু নারী-পুরুষদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে বিএনপি নেতা মিজানুর রহমানের এসব অপকর্ম চারদিকে ছড়িয়ে পড়ায় গত ১৩ সেপ্টেম্বর তাকে দলের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়েছে।
উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন সান্টু ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত বহিস্কারপত্রে বলা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ, সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের সহিত জড়িত এবং অসামাজিক কাজে লিপ্ত ও কর্মীদের সাথে অশালীন আচরণ করায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন এবং দলের সুনাম নষ্ট হচ্ছে। বিধায় তাকে জল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হইলো।
ভুক্তভোগী সুত্রে জানা গেছে, উপজেলার জল্লা ইউনিয়নের উত্তর মুন্সি তাল্লুক গ্রামের মৃত অনিল চন্দ্র ওযা’র ছেলে অমরেষ ওযা স্থানীয় ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি। কাজের তাগিদে অবস্থান করে পটুয়াখালীর কলাপাড়ায়। অমরেষের ছেলে বরিশাল জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র ও প্রথম শ্রেণীতে অধ্যয়নরত মেয়ে নিয়ে বরিশাল শহরের বাংলা বাজারে বসবাস করতেন স্ত্রী অনিকা রানী ওযা (২৯)। অন্যদিকে জল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫৮) স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন বরিশাল শহরের নতুন বাজার এলাকায়। মিজান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় ওনং ওয়ার্ড বিএনপির সভাপতি অমরেষের সাথে পূর্ব থেকে পরিচিত এবং সখ্যতা ছিলো। আর এই সুযোগ কাজে লাগিয়ে মিজান প্রায় অমরেষের বাসায় যাওয়া-আসা করত। এসময় কু-দৃষ্টি পরে অনিকা রানীর প্রতি। ভয়ভীতি দেখিয়ে সম্পর্ক স্থাপনের একপর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে যায়। উভয় পরিবারে বিশেষ করে মিজানের স্ত্রী ও মেয়ে এই ঘটনায় তাকে মারধরও করে।
গত ১২ জুলাই বাসা থেকে ডেকে নগরীর বাংলাবাজার এলাকা থেকে জোড়পূর্বক মনিকাকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায় বিএনপি নেতা মিজান। ঢাকায় একবাসায় আটকে রেখে তাকে জোড়পূর্বক ধর্মান্তরিত করে এবং বিয়ে করা হয়। এবিষয়ে ভুক্তভোগী অমরেষ চন্দ্র ওযা উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিলেও থানা পুলিশ কোনো ধরনের আইনী পদক্ষেপ গ্রহন করেনি।
এদিকে স্ত্রীকে হারিয়ে দুই সন্তান নিয়ে পথে পথে সু-বিচারের দাবি নিয়ে অমরেষ বিভিন্ন স্থানে ধর্না দিলেও বহিস্কার ছাড়া মিজানের কোনো ধরনের শাস্তি হয়নি। ফলে অমরেষ এখন এলাকা ছাড়া। উজিরপুরের বাড়ীতে যেতে পারছেন না তিনি। মিজান তার বাহিনী দিয়ে তাকে হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিচ্ছে।
এবিষয়ে ভুক্তভোগী অমরেষ চন্দ্র ওযা বলেন, আমি বাংলাদেশের প্রচলিত আইনে মিজানের বিচার চাই।
অভিযুক্ত বিএনপির বহিস্কৃত নেতা মিজানুর রহমানের সেলফোন (০১৭৬১৫২….৩৩) নাম্বারে একাধীকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান বলেন, দলের দায়িত্বশীল একজন ব্যক্তিকে কখন দল বহিস্কার করে। তার এতো এতো অপকর্ম, যা সতর্ক ও বিচারের যোগ্য নয়। বাধ্য হয়ে দল তাকে বহিস্কার করেছে।
তিনি আরও বলেন, অমরেষ আমাদের দলীয় ওয়ার্ড নেতা। তাকে হুমকি দেওয়ার বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হবে।
উজিরপুর থানার ওসি আব্দুস সালাম বলেন, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। অভিযোগকারী লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিএনপি :দুই শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত
বরিশাল কাশিপুরে আওয়ামী লীগের মিছিল, ৪ জনকে পুলিশে সোপর্দ
বরিশালে মশাল মিছিলের চেষ্টা, আটক ৪
সারাদেশে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০
দূর্গাপূজার সময়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল মহানগর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com