Home » বরিশাল » বরিশাল সদর » বাংলাদেশে একটি সিরিয়াস বিরোধী দল দরকার: ব্যারিস্টার ফুয়াদ
১২ June ২০২৫ Thursday ৪:৫২:৫৯ PM
বাংলাদেশে একটি সিরিয়াস বিরোধী দল দরকার: ব্যারিস্টার ফুয়াদ
নগর প্রতিনিধিঃ
বাংলাদেশের রাজনীতিতে একটি সিরিয়াস বিরোধী দল দরকার, এমনটি বলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সমসাময়িক রাজনীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফুয়াদ বলেন, দলের আকার ও সক্ষমতা বিবেচনায় আগামী নির্বাচনে এবি পার্টি এককভাবে নির্বাচন করলে ৩৫ থেকে ৫০ টি আসনে প্রার্থী দেবে। সেজন্য দলের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
জোটের পক্ষে রাজনীতি এখনো শুরু হয়নি জানিয়ে তিনি বলেন, বিএনপি ঘোষণা করেছে তারা ক্ষমতায় গেলে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করবে। আমরা এ ধরনের সরকারে যোগ দেওয়ার পক্ষে নই।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী দল কে হবে, তাকে সংসদে জবাবদিহিতা কে করবে? ২৭০/৮০ সিট মিলে একটি সরকারি দল হয়ে যায়। তারা দলেরও ক্ষতি করে দেশেরও ক্ষতি করে। আমরা মনে করি, বাংলাদেশের রাজনীতিতে একটি সিরিয়াস বিরোধী দল দরকার। সেটা বিএনপির পক্ষ হয়ে নয়। সংসদে ক্রেডিবল অপজিশন না থাকলে সংসদ ফাংশনাল হবে না।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, যার বিরুদ্ধে মামলা নেই, সংবিধানে তার রাইট (অধিকার) বলে দেওয়া আছে, এই ভূমি থেকে স্বাধীনভাবে বের হয়ে যেতে পারবেন, আবার ঢুকতেও পারবেন। বাধা দেওয়া যাবে না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা করার কোন ইস্যু থেকে থাকলে সেটা ইনভেস্টিগেশন করা হোক, সেটা রাষ্ট্র দেখবে।
সরকারি খরচে সড়ক নির্মাণের বিষয়ে এই রাজনীতিবিদ বলেন, বলেন, দেশের একটি সরকারি রাস্তা করতে প্রতি কিলোমিটারের জন্য ৮৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। একটি আন্তর্জাতিক মানেরও যদি রাস্তাও করা হয়, তবুও সর্বোচ্চ ৩০ লাখ টাকার বেশি খরচ হবে না।
তিনি বলেন, ৫৪ লাখ টাকা চুরি করার সুযোগ দেওয়ার পরেও রাজনৈতিক ঠিকাদাররা একটি কাজ ঠিকমতো করেন না। সব ঠিকাদাররাই রাজনৈতিক দলের, কোনো পেশাদার ঠিকাদার নেই। বাংলাদেশকে একটি জীবন্ত জাহান্নামে পরিণত করার সকল আয়োজন চলছে রাজনৈতিক ব্যানারে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিএনপি :দুই শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত
বরিশাল কাশিপুরে আওয়ামী লীগের মিছিল, ৪ জনকে পুলিশে সোপর্দ
বরিশালে মশাল মিছিলের চেষ্টা, আটক ৪
সারাদেশে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০
দূর্গাপূজার সময়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল মহানগর