Current Bangladesh Time
Tuesday September ২৩, ২০২৫ ৪:৪৭ PM
Barisal News
Latest News
Home » বিশেষ প্রতিবেদন » মেয়ের চিকিৎসা খরচ জোগাতে বাবার আর্তনাদের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল
২৭ June ২০২৫ Friday ৪:১০:০৮ PM
Print this E-mail this

মেয়ের চিকিৎসা খরচ জোগাতে বাবার আর্তনাদের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল


সৈয়দ মুন্নাঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল” মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজন তিন লাখ টাকা। আর এ টাকা জোগাড় করতে রুটি খেয়ে রাস্তায় রাস্তায় পানি বিক্রি করছেন অসহায় এক বাবা।

সম্প্রতি বরগুনার ২২ এবং ৩৪ সেকেন্ডের এমন একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে বাবার বুকফাটা আর্তনাদ এবং আকুতি অত্যন্ত হৃদয়বিদারক হওয়ায় মুহূর্তেই ভাইরাল হয়।

তবে এর পেছনের ঘটনা এবং সত্য জানতে অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন এক গল্প। মেয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে বাবার পানি বিক্রির ভাইরাল ওই ভিডিওটি প্রথমে পাথরঘাটার স্থানীয় একটি ফেসবুক পেজে আপলোড করা হয়।

একজন বাবার এমন অসহায়ত্ববোধ দেখে মুহূর্তেই আপলোড হওয়া ভিডিওটি শেয়ার হতে শুরু করে ফেসবুকের বিভিন্ন পেজ এবং আইডিতে।

ভিডিওতে দেখা যায়, নয়ন রাসেল নামে এক ব্যক্তি কাঁধে কেস ভর্তি পানির বোতল নিয়ে পাথরঘাটা পৌরশহরের আবু সাইদ চত্বরে দাঁড়িয়ে মানুষের কাছে পানি বিক্রি করছেন। এ সময় তাকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘পানি পানি পানি, ভাই আমার মাইয়া হাসপাতালে ভর্তি। কেউ একটা পানি নেন ভাই, কেউ একটা পানি নেন।

আমার মাইয়ার চিকিৎসা করতে তিন লাখ টাকা লাগবে ভাই। কেউ একটা পানি নেন।’এতে দেশের বিভিন্ন এলাকা থেকে সহযোগিতার হাত বাড়াতে অনেকেই যোগাযোগ শুরু করেন নয়নের সঙ্গে। কিভাবে তাকে সহযোগিতা পৌঁছে দেওয়া যায়, অনেকে তাও কমেন্টে জানতে চান।

তবে জানা গেছে, পানি বিক্রি করে মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে চাওয়া নয়ন রাসেল নামের ওই ব্যক্তিটি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর। নয়ন ফানি টিভি নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তিনি বিভিন্ন বিষয়ে নাটক নির্মাণ করে আপলোড করেন। তার টিমে বর্তমানে আটজন সদস্য রয়েছে। গত পাঁচ দিন আগে বাস্তবতার গল্প মুন্নি নামে একটি ছোট নাটক আপলোড করেন তিনি। যেখানে নয়নকে বাবার চরিত্রে মেয়ের চিকিৎসার জন্য পানি বিক্রির অভিনয় করতে দেখা যায়। আর ওই নাটকটি নির্মাণের সময় কেউ একজন ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের অংশটুকু মোবাইলে ধারণ করে ফেসবুকের একটি পেজে আপলোড করেন। আর ওই ভিডিওর ক্যাপশনে সহযোগিতা করতে আহ্বান জানানোর ফলে অনেকেই সহযোগিতা পাইয়ে দিতে মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার লক্ষে শেয়ার করেন বিভিন্ন ফেসবুক আইডি এবং পেজে। এতেই আলোচনায় আসে ঘটনাটি। বিব্রত পরিস্থিতিতে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর নয়ন রাসেল।

এ বিষয়ে কন্টেন্ট ক্রিয়েটর নয়ন রাসেলের ভাষ্য, আমার অভিনয় করা পানি বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিকে কেন্দ্র করে অনেক আলোচনাও চলছে। তবে ভিডিওটি প্রথমে যে পেজ থেকে পোস্ট করা হয়েছে সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে তা দেখে সকলের বাস্তব মনে হয়েছে। অসহায় বাবাকে সাহায্য করুন এমন ক্যাপশন লিখেও পোস্ট করা হয়েছে অনেক পেজে। ওই ভিডিওটি দেখার পর রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীসহ সমাজের অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ফলে এ বিষয়টি নিয়ে আমি বিব্রতকর একটি পরিস্থিতিতে পড়েছি।

তিনি আরও বলেন, আমি সকলকেই জানাতে চাই ভাইরাল হওয়া ওই ভিডিওটি একটি নাটকের দৃশ্য। আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে নিয়মিত কন্টেন্ট আপলোড করি। তবে সম্প্রতি সময়ে নাটকের ছোট একটি অংশ ভাইরাল হওয়ায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সকলের প্রতি অনুরোধ করছি কোনো ভিডিও শেয়ার করার পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করে নিবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এনসিপি শাপলা পাবে না, বিকল্প প্রস্তাব দিতে হবে: ইসি সচিব
বিএনপি :দুই শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত
বরিশাল কাশিপুরে আওয়ামী লীগের মিছিল, ৪ জনকে পুলিশে সোপর্দ
বরিশালে মশাল মিছিলের চেষ্টা, আটক ৪
সারাদেশে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com