বাবুগঞ্জ প্রতিনিধি ঃ দীর্ঘদিন ধরে বেহাল দশা বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট বাজারের যাতায়াতের প্রধান রাস্তাটি। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও রাস্তা সংষ্কারে কোন উদ্যোগ নেননি তারা। রাস্তাটি বেহাল দশার অবস্থা নজরে আসে কেদারপুর ইউনিয়নের শ্রমিকদলের নেতাকর্মীদের । মঙ্গলবার সকাল থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন শ্রমিকদল ও স্থানীয়রা।
স্থানীয়রা জানান, স্টিমারঘাট বাজারের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছিল। শ্রমিকদলের উদ্যোগে রাস্তাটির সংস্কার শুরু হয়েছে। আশা করি এখন অন্তত চলাচলের উপযোগী হবে।
ভ্যান চালক সাইদুল জানান, ভাঙাচোরা সড়কে গাড়ির ক্ষতি হয়, সময় ও ভাড়াও বেড়ে যায়। তাই এই সড়কে যেতে মন চায় না। এখন শ্রমিকদলের নেতাকর্মীরা রাস্তাটি ঠিক করে দিয়েছে সবার জন্য অনেক উপকার হবে।
কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক জাহিদুল ইসলাম অপু বলেন, বাবুগঞ্জ উপজেলার বিএনপির সদস্য সচিব ওহিদুল ইসলাম প্রিন্স ও বাবুগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টুর নির্দেশে ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এই এলাকার রাস্তা ঘাট যেগুলো সংষ্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেই সব রাস্তা শ্রমিকদলের অর্থায়নে সংষ্কার করা হবে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক জাহিদুল ইসলাম অপু, সদস্য সচিব বাবু শরিফ,ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক জাফর হাওলাদার, শ্রমিক দলের সদস্য আরিফ হাওলাদার ,সাহাদাত ব্যাপারী প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)