Home » বরগুনা » বরগুনা সদর » সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মামলা
৬ November ২০২৫ Thursday ৩:২৯:৩৫ PM
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মামলা
বরগুনা প্রতিনিধি:
বরগুনায় সংবাদ প্রকাশের জেরে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন। গত ৩০ অক্টোবর বরগুনা সদর থানায় মামলা করেন তিনি।
মামলার আসামিরা হলেন বৈশাখি টেলিভিশনের জেলা প্রতিনিধি রাসেল শিকদার, এ ওয়ান টিভির প্রতিনিধি জয়নাল আবেদীন রাজুসহ আরও দুজন।
জানা গেছে, বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীর্ঘদিন ধরে অফিসের প্রশিক্ষণ কক্ষের পাশের অংশে বসবাস করে আসছিলেন। বিষয়টি জেনে সাংবাদিকরা অনুসন্ধানে গিয়ে তথ্য ও ছবি সংগ্রহ করেন। সেখানে দেখা গেছে, অফিসের তৃতীয় তলায় তিনটি কক্ষ তিনি নিজ ব্যবহার করেন। অভিযোগ রয়েছে, অফিসেই এক সময় তিনি তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
অফিসে বসবাসের ছবি ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গত ৩০ অক্টোবর জসিম উদ্দিন বরগুনা সদর থানায় চাঁদাবাজির অভিযোগে বৈশাখি টেলিভিশনের জেলা প্রতিনিধি রাসেল শিকদার, এ ওয়ান টিভির প্রতিনিধি জয়নাল আবেদীন রাজুসহ আরও দুজনের বিরুদ্ধে মামলা করেন।
ঘটনার পর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বরগুনা জেলা সভাপতি জাহাঙ্গীর কবির মৃধা ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তাপস এক যৌথ বিবৃতিতে এ মামলাকে হয়রানিমূলক বলে উল্লেখ করে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বৈশাখি টেলিভিশনের জেলা প্রতিনিধি সফিকুল ইসলাম রাসেল সিকদার বলেন, আমিসহ কয়েকজন সাংবাদিক তথ্যের ভিত্তিতে গত ২৭ অক্টোবর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যাই। জসিম উদ্দিনের সঙ্গে কথা বলে তথ্যের বিষয়ে সহযোগিতা চাইলে তিনি তার থাকার রুম খুলে দেখান এবং তিনি সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে আপনারা সংবাদ প্রকাশ করেন যাতে আমি বদলি হতে পারি।
তিনি আরও বলেন, এরপর আমরা সংবাদ প্রকাশ করি, কয়েকদিন পরে দেখি তিনি আমাদের নামে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন মোবাইল ফোনে বলেন, আমি ঢাকায় আছি। মামলার বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না। আপনারা (গণমাধ্যমকর্মীরা) পাবলিক প্রসিকিউটরের (পিপি) সঙ্গে কথা বলেন। এরপরই কলটি কেটে দেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে বসবাসের কোনো অনুমোদন আছে কিনা তা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ২১ আসনে ভোটগ্রহণে প্রস্তুত ২৮১৮ কেন্দ্র