Current Bangladesh Time
Wednesday November ১৯, ২০২৫ ৫:৩২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়ায় জমকালো আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত 
১৮ November ২০২৫ Tuesday ৪:৩৯:২৭ PM
Print this E-mail this

বানারীপাড়ায় জমকালো আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত 


রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে আড়ম্বরপূর্ন পরিবেশে পালিত হয়েছে কার্তিক পুজা। পৌরসভার বাসস্ট্যান্ড ও হাসপাতাল সংলগ্ন ঐতিহ্যবাহী বনিক বাড়িতে বর্ণীল প্যান্ডেল, রঙবেরঙের আলোকসজ্জা ও ভক্তদের পদচারণায় মুখরিত ছিলো পুজা মন্ডপের চারপাশ। 

কার্তিক পুজা উদযাপন কমিটির সভাপতি সজল কর্মকারের সভাপতিত্বে এবং সম্পাদক তন্ময় বনিক সহ পুজা পরিষদের সকল সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে কার্তিক পুজা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার ( ১৭ নভেম্বর) দুপুর থেকে গভীর রাত অবধি 

 মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে কার্তিক প্রতিমার সম্মুখে ভক্তিমুলক সংগীত পরিবেশন করা হয়। ছোট, বড় সকলের অংশগ্রহণে আরতী প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষান্তে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। মঙ্গলবার ( ১৮ নভেম্বর) রাতে 

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে। 

বানারীপাড়া কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক কার্তিক বনিকের প্রাণবন্ত সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস, সম্পাদক গৌতম সমদ্দার, কেন্দ্রীয় শ্রীগুরু সংঘের সাংগঠনিক সম্পাদক  ভক্ত কর্মকার, বানারীপাড়া শ্রীগুরু সংঘের সভাপতি জহর সাহা, সহ-সভাপতি মানিক বনিক, বানারীপাড়া হরিসভা মন্দিরের সাধারন সম্পাদক তারক কর্মকার, সাংগঠনিক সম্পাদক তাপস কর্মকার, লোকনাথ মন্দিরের সম্পাদক উত্তম সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অমিতাভ দাস, বন্দর মডেল সরকারি প্রাঃ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাস, কুন্দিহার সার্বজনীন কালী মন্দিরের সাধারন সম্পাদক দেব কুমার সরকার, রিপন বনিক,,সমীর কর্মকার, সুজন সাহা(পিকলু), প্রদীপ সাহা, বাপ্পি বনিক, অভিজিৎ বনিক, উত্তম বনিক, রাম পাল প্রমুখ। 

কার্তিক পুজা উদযাপন কমিটির সভাপতি সজল কর্মকার বলেন বিগত বছরের তুলনায় এই বছরে বনিক বাড়ির কার্তিক পুজা জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে। বনিক বাড়ির নারীদের লাল রঙের সুসজ্জিত কাপড়ে পুজার জল আনা থেকে শুরু করে দিনব্যাপী অনুষ্ঠানের সমস্ত আয়োজন ছিলো উৎসবমুখর। গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্ত বৃন্দের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুজা মন্ডপ প্রাঙ্গন। যাদের অক্লান্ত পরিশ্রমে পুজা সফলভাবে সম্পন্ন হয়েছে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে অপসো স্যালাইন কারখানার শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান, সড়ক অবরোধ
দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড
বরিশালে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ
খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com