ভারতে আবারও ‘বাসে গণধর্ষণ’, ৬ অভিযুক্ত গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে মর্মান্তিক গণধর্ষণের এক ছাত্রীকে গণধর্ষণ ও হত্যায় দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ আর শোকের ছায়া কাটতে না কাটতেই ভারতে আবার একইরকম আরেকটি গণধর্ষনের ঘটনা ঘটেছে। এবার উত্তরের প্রদেশ পাঞ্জাবে অমৃতসর শহরের কাছে ২৯ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেছে সাত পুরুষ। ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। অভিযুক্ত সপ্তম ব্যক্তিকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের নিপীড়িত নারীর বয়স ২৯ বছর। শুক্রবার রাতে তিনি বাসে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন।
অভিযোগ রয়েছে, বাসচালক ও কন্ডাক্টর নারীকে তার গ্রামে না নামিয়ে দিয়ে অমৃতসর শহর থেকে দূরবর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায়। চালক ও কন্ডাক্টর এবং তিন যাত্রীর সঙ্গে আরও দুই জন ওই নারীকে সারারাত ধরে পালাক্রমে ধর্ষণ করে। এরপর তাকে তার গ্রামের কাছে ফেলে রেখে যায় নরপশুরা।
১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লির ঘটনার যখন বিচার চলছে তখন এ ঘটনা ঘটল।
গত মাসে ২৩ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থী ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়। জীবনের সঙ্গে ১১ দিন যুদ্ধ করার পর সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়।
|