ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে প্রমাণ নেই: আইএইএ মহাপরিচালক
আন্তর্জাতিক নিউজ ডেস্ক:
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পায়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ তথ্য নিশ্চিত করেছেন।
কাতারের সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান গ্রোসি। তিনি বলেন, আমাদের সংস্থার কাছে এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে।
সাক্ষাৎকারে গ্রোসি বলেন, আমরা ইরানে এমন কোনো উপাদান খুঁজে পাইনি যা নির্দেশ করে যে তাদের পারমাণবিক অস্ত্র নির্মাণের কোনো সক্রিয় ও সংগঠিত পরিকল্পনা রয়েছে। আমাদের পর্যবেক্ষক দল এমন কিছু দেখতে পায়নি যা আমাদের এ কথা বলার সুযোগ দেয় যে কোথাও কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা উৎপাদনের কাজ চলছে।
গ্রোসির এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন আইএইএর বোর্ড অব গভর্নরস মাত্র এক সপ্তাহ আগে ইরানকে আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা প্রতিশ্রুতি লঙ্ঘনের দায়ে ‘নন-কমপ্লায়েন্ট’ ঘোষণা করেছে। বোর্ড জানায়, ইরান একাধিকবার তাদের গোপন পারমাণবিক উপকরণ ও কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ ও সময়মতো তথ্য দিতে ব্যর্থ হয়েছে।বিশেষ করে, সংস্থার তদন্তে যেসব অনাবিষ্কৃত স্থানে ইউরেনিয়ামের চিহ্ন পাওয়া গেছে, তার গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতেও ইরান ব্যর্থ হয়েছে।
গ্রোসি একদিকে যেমন সরাসরি কোনো পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনার প্রমাণ না থাকার কথা বলছেন, অন্যদিকে আইএইএর সাম্প্রতিক সিদ্ধান্ত ইরানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়িয়েছে। তেহরান অবশ্য এই অভিযোগগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হাতকড়া ও শেকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র