Current Bangladesh Time
Sunday September ২৮, ২০২৫ ৯:৫২ AM
Barisal News
Latest News
Home » সারা বিশ্ব » ভারতে রাহুল-প্রিয়াঙ্কা আটক
১১ August ২০২৫ Monday ৩:২৮:০৪ PM
Print this E-mail this

ভারতে রাহুল-প্রিয়াঙ্কা আটক


অনলাইন নিউজ ডেস্ক:

ভারতের দিল্লি পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতসহ সিনিয়র বিরোধী সংসদ সদস্যদের আটক করেছে। 

সোমবার (১১ আগস্ট) সকালে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করা হয়। 

যুগ্ম পুলিশ কমিশনার দীপক পুরোহিত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু সংখ্যাটি জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, আটক হওয়া ইন্ডিয়া ব্লক নেতাদের নিকটবর্তী একটি থানায় নেওয়া হয়েছে। 

পুলিশ কর্মকর্তা পুরোহিত বলেন, বিরোধীদের বিশাল এ বিক্ষোভের জন্য পুলিশের অনুমতি ছিল না এবং কেবল ৩০ জন সংসদ সদস্যের একটি দলকে নির্বাচন কমিশনে মিছিল করে অভিযোগ জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। 

ডেপুটি কমিশনার অব পুলিশ দেবেশ কুমার মাহলা বলেন, নির্বাচন কমিশন বলেছিল ৩০ জন সংসদ সদস্য তাদের সাথে দেখা করতে পারবেন। কিন্তু তারা  ২০০ জনেরও বেশি লোক নিয়ে বিক্ষোভ মিছিলসহ এসেছিল। আইনশৃঙ্খলার কোনো অবনতির আশঙ্কায় আমরা তাদের থামিয়ে দেই। তারপর তাদের আটক করা হয়। কিছু সংসদ সদস্য ব্যারিকেড ভেঙে লাফিয়ে ভেতরে আসার চেষ্টা করেছিলেন তাদেরও আটক করা হয়েছে।  

অপরদিকে, সংসদ ভবনের বাইরে বিক্ষোভস্থলের দৃশ্যে দেখা গেছে, রাজনীতিবিদ এবং দলীয় কর্মীদের একটি ছোট বাহিনী, অনেকেই প্ল্যাকার্ড নাড়ছে, স্লোগান দিচ্ছে এবং পুলিশ ব্যারিকেডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। 

আরেকটি দৃশ্যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে দুটি পুলিশ ব্যারিকেড টপকে উঠতে দেখা গেছে। 

তৃণমূলের পক্ষ থেকে বিশৃঙ্খলার সময় মহুয়া মৈত্রসহ দুই সংসদ সদস্য অজ্ঞান হয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। 

আটক করে নিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সামনে রাহুল গান্ধী বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারি না, এটাই বাস্তবতা। সত্যটা আজ জাতির সামনে। এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান রক্ষার জন্য। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। আমরা একটি পরিষ্কার এবং নির্ভুল ভোটার তালিকা চাই। 

রাহুলের পাশাপাশি তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করেছে পুলিশ। বিহারের এসআইআর বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে প্রতিবাদ মিছিলের সময় তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রিয়াঙ্কা বলেন, ওরা ভয় পেয়েছে। সরকার কাপুরুষ। 

জানা যায়, এদিন বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং নির্বাচনী অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসিআই) দপ্তরের দিকে পদযাত্রা করছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদের ‘মকর দ্বার’ থেকে নির্বাচন সদন পর্যন্ত এই পদযাত্রা শুরু হয়। 

তবে পার্লামেন্ট ভবন থেকে এগোতেই পুলিশ ব্যারিকেড বসিয়ে তাদের থামিয়ে দেয়। এসময় কয়েকজন সংসদ সদস্য, যেমন তৃণমূলের মহুয়া মৈত্র ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন। অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ কয়েকজন নেতা ঘটনাস্থলেই বসে পড়েন এবং অবস্থান ধর্মঘট শুরু করেন। 

সূত্র: এনডিটিভি


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হাতকড়া ও শেকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি নেতাদের যোগদান আটকে দিল যুক্তরাষ্ট্র
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার
ভারতে রাহুল-প্রিয়াঙ্কা আটক
ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com