Current Bangladesh Time
Tuesday January ২১, ২০২৫ ১২:৪২ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » বিজ্ঞান ও প্রযুক্তি » বাইসাইকেলকে মোটরসাইকেলে রুপান্তর করে চমক দেখালেন বৃদ্ধ রাজ্জাক
১৮ March ২০২৪ Monday ৬:৩৪:৪৫ PM
Print this E-mail this

বাইসাইকেলকে মোটরসাইকেলে রুপান্তর করে চমক দেখালেন বৃদ্ধ রাজ্জাক


গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

দেখতে পুরোপুরি একটি বাইসাইকেল কিন্তু আসলে একটি মোটরসাইকেলও সেটি। আর বাইসাইকেলকে রীতিমতো মোটরসাইকেলের রূপ দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বরিশাল গৌরনদী উপজেলার বাসিন্দা ও ওয়ার্কশপ মেকানিক ৬৩ বছর বয়সি আব্দুর রাজ্জাক।

গিয়ারবক্স, সাইলেন্সার, প্লাগ, চেইন স্পোকেট, ব্রেকিং সিস্টেমসহ তেলের ট্যাংকিও রয়েছে সাইকেলটিতে। এককথায় একটি মোটরসাইকেলে যা প্রয়োজন তার সবকিছুই সংযোজন করা হয়েছে আব্দুর রাজ্জাকের বাইসাইকেলে।

জানা গেছে, আব্দুর রাজ্জাক যে পুরাতন বাইসাইকেলটিকে মডিফাই করা হয়েছে সেটি কেনা হয়েছিলো মাত্র ৩ হাজার টাকায় এবং ইঞ্জিন ক্রয় করেছিলেন সাড়ে ১৮ হাজার  টাকায়। । আর দুটি সাইকেল ভেঙ্গে বানানো এ ডুয়েট সাইকেলটি বানাতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে।  যার তেল শেষ হয়ে গেলে প্যাডেল দিয়ে চালনা করাও সম্ভব, আবার ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে ১ লিটার তেলে ৬০ কিলোমিটারও চলতে পারে মোটরসাইকেলটি।

আর স্থানীয়দের মতে, সাইকেলটি বানিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকার ৬৩ বছর বয়সী এ মেকানিক প্রমাণ করে দিয়েছেন বয়স কোনো বাধা নয়।

বয়োজ্যেষ্ঠ আব্দুর রাজ্জাক জানান, ছোটবেলা থেকেই বাইসাইকেল চালাতে ভালোবাসতেন তিনি। তবে বয়স বাড়ার কারণে সাইকেল চালাতে কষ্ট হওয়ায়, প্রথমে ব্যাটারি ও মোটরের সংযোজন করেছিলেন তার বাইসাইকেলে। কিন্তু ব্যাটারির দামসহ আনুষঙ্গিক খরচ পুষিয়ে না উঠতে পারায় সেটিকে মোটরসাইকেল বানানোর চিন্তা করেন। আর সে চিন্তা থেকেই বাইসাইকেলটিকে আধুনিকায়ন করে তেলের ট্যাংকি বসান এবং সাসপেনশনেও আধুনিকায়ন করেন। পরে মোটরসাইকেলের ইঞ্জিনসহ আনুষঙ্গিক সবকিছুর সংযোজন ঘটনা।

তিনি বলেন, এটার সুবিধা হচ্ছে, মোটরসাইকেলের মতো ভারী না হওয়ায় তেল শেষ হয়ে গেলেও বাই সাইকেল হিসেবে প্যাডেল দিয়ে চালিয়ে আসা যাবে। আর সড়কে চলতে কোনো ধরনের বিপাকে পড়তে হয় না, বাধাহীন যেখানে খুশি সেখানে যাওয়া যায়। আর এটা বানানোর পর ছেলে-মেয়েসহ পরিবারের সবাই যেমন খুশি, তেমনি দূর-দূরান্ত থেকে মানুষ আমাকে ও সাইকেলটিকে দেখতে প্রতিনিয়ত আসেন এখানে।

তিনি বলেন, এ ধরনের কম পয়সার মোটরসাইকেল অনেকেই বানাতে চান, সময় দিলে বানানো সম্ভব। তবে বাণিজ্যিকভাবে উৎপাদন করতে হলে সরকারের সহযোগিতা প্রয়োজন।

মোটরসাইকেল বানানোর পর থেকে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী আব্দুর রাজ্জাক ব্যাপারী গৌরনদীর সুন্দরদী মহল্লার মৃত. আ. গফুর বেপারীর ছেলে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত ৩১ জুলাই
বিকেল ৩টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট
বরিশালে কর্মকর্তাদের দাপ্তরিক কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
রেডিয়াম কন্যা।
বাইসাইকেলকে মোটরসাইকেলে রুপান্তর করে চমক দেখালেন বৃদ্ধ রাজ্জাক
স্মার্ট অ্যাপে দুই ঘণ্টা পর পর জানা যাবে ভোট পড়ল কত
ধেয়ে আসছে ভয়াল সৌরঝড়, অকেজো হয়ে যেতে পারে জিপিএস-ইন্টারনেট সেবা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com