Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে বাগান থেকে নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’
২৫ November ২০২৪ Monday ৮:৪৫:২৮ PM
ঝালকাঠিতে বাগান থেকে নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির সদর উপজেলা থেকে আয়শা বেগম (৫৫ ) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আয়শা বেগম ওই এলাকার মরহুম রশিদ শরিফের স্ত্রী। তার দু’ ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহত পরিবারের অভিযোগ, ‘আয়শা বেগমের সাথে তার চাচাত শ্বশুর মালেক শরিফ ও একই বাড়ির জব্বার আলীর জমি নিয়ে বিরোধ ছিল। এ কারণে তাকে একা পেয়ে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে একটি বাগানে নিয়ে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। আয়শা বেগমের দু’ চোখ থেকে রক্ত ঝরছিল। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।’
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বরিশালটাইমসকে জানান, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান