দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র বন্ধে জাতীয় ঐক্য করতে হবে। ক্ষমতা ও স্বার্থের নেশায় থাকলে চলবে না। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, এদেশের হিন্দুরাও তেমনি নিরাপদ। স্বাধীনতার পর থেকে আপনারা মায়ের কোলেই আছেন। কিন্তু কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির জন্য আপনাদের ব্যবহার করছে, আপনারা সতর্ক থাকুন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় চরমোনাইর বার্ষিক মাহফিলে আয়োজিত উলামা ও সুধী সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
সম্মেলনে আগত আলেম-উলামা ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, আগামীদিনে ঐক্যবদ্ধ স্বপ্নের স্বদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করতে হবে।
উলামা সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, বাংলাদেশ ফরায়েজি জামাতের আমির মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, গণঅধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, হাফেজ্জি হুজুরের জামাতা মাওলানা খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, চরমোনাই মাহফিল ১০০ বছর অতিক্রম করেছে। ঐক্যের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো- ইনশাআল্লাহ। আমরা কোরআনি শাসন চাই। এ জন্য আমরা সবাই মিলে এক হয়ে কাজ করবো।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা নেছার উদ্দীন, মাওলানা লোকমান হোসাইন জাফরি এবং মুফতি দেলোয়ার হোসাইন সাকির যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- কুড়িগ্রাম আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ নূর বক্স, ইসলামী আন্দোলন কাতার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম, মাগুরার শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ওসমান গনী মুছাপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখা সভাপতি মাওলানা বজলুর রহমান খান, হালিশহর বাইতুল করীম মাদরাসার শায়খুল হাদিস মাওলানা কাসেম বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা মীর আহমেদ মীরু, নড়াইল জেলা ওলামা পরিষদ সভাপতি মাওলানা মুহাম্মাদ তাজুল ইসলাম, টিকাটুলি মসজিদের খতীব মাওলানা মহিউদ্দিন আশরাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. মুহাম্মাদ শহিদুল ইসলাম, যুবনেতা ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ মারুফ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইউনুছ ঢালী এবং মাওলানা আবু জাফর সালেহ।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান