Current Bangladesh Time
Tuesday January ২১, ২০২৫ ১২:৫৭ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় পান চাষে অপার সম্ভাবনার হাতছানি
১১ December ২০২৪ Wednesday ৩:৪৭:১৭ PM
Print this E-mail this

বরগুনায় পান চাষে অপার সম্ভাবনার হাতছানি


বরগুনা প্রতিনিধি:

চোখ জুড়ানো পানের বরজ বরগুনার প্রতিটি উপজেলার গ্রামে গ্রামে। উৎপাদন খরচ কম ও বহুবর্ষজীবী হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। জেলার বদরখালী, গৌরীচন্না, ফুলঝুড়ি, বালিয়াতলী, আমতলী, পাথরঘাটায় পানের বরজের সমারোহ। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বরগুনায় বিভিন্ন এলাকায় এবার পান চাষ হয়েছে ৩৮৫ হেক্টর জমিতে। জেলায় ছোট বড় বরজের সংখ্যা চার হাজার ১১২টি। এর মধ্যে সদর উপজেলায় ৭৫০টি বরজ। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা পানচাষিদের নিয়মিত দেখভাল আর পরামর্শ দেওয়ায় চাষিরা সাফল্যের মুখ দেখছে। 

সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নে কুমড়াখালী গ্রামের পানচাষি মো. রহিম ফরাজী বাংলানিউজকে জানান, গত কয়েক বছর সংসারে চরম অভাব আর টানাপোড়েনের মধ্যে জীবনযাপন করেছি। গত ২০২০ সালের শেষের দিকে একই গ্রামের পানচাষি বেল্লাল খানের সঙ্গে গল্পের একপর্যায়ে তিনি আমাকে পান চাষে উৎসাহিত করেন।

তিনি জানান ১ম বছর আমি এক বিঘা উঁচু জমিতে পানের বরজ করি। বাঁশ, খুঁটি, পাটকাঠি, দড়ি, সুতা ইত্যাদি সংগ্রহ করার পর আমি কিছু টাকা ধার করে পানের বরজ শুরু করলাম। এক বছরের মাথায় খরচের টাকা উঠে প্রায় অতিরিক্ত ৩০-৪০ হাজার লাভের মুখ দেখলাম। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমার সংসারে এখন কোনো অভাব নেই। এখন বছরে ইনকাম কয়েক লাখ টাকা। 

বদরখালী পানচাষিদের মধ্যে আরেকজন দিজেবর, তার প্রতিবছরে খরচ বাদে প্রতি বিঘা জমিতে পানের বরজ হতে দুই লাখ টাকা আয় হয়। 

তিনি জানান, পানের বরজ প্রতি বিঘা জমিতে প্রথম বছর প্রায় ৫০-৬০ হাজার খরচ হয়। সেক্ষেত্রে পান চাষে প্রতি বিঘা জমিতে আবহাওয়া অনুকূলে থাকলে দুই লাখ টাকা আয় হয়। পানের বরজ এর সুবিধা হচ্ছে প্রথম বছরে খরচ বেশি। তারপরে টানা ওই বরজ হতে ১০-১২ বছর আয় হয়। 

পান চাষ করে সদর উপজেলার সহিদুল, আব্দুল খালেক, জব্বার ফরাজী, আলাম খান, কিশোর খয়রাতি, জগদীশ মাল, নরেন গাইন, কার্তিকসহ অনেকেই আলোর মুখ দেখেছেন। এখানকার পান স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশে-বিদেশে এ পান বিক্রি হচ্ছে। পানচাষিরা তাদের বরজ থেকেই পান বিক্রি করছেন পান ব্যবসায়ীদের কাছে। পদ্মা সেতুর সুফল এর কারণে এ অঞ্চলের চাষিরা আগের থেকে ভালো দাম পাচ্ছেন। 

পাথরঘাটা সদর ইউনিয়নের পানচাষি শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, পান চাষে বাম্পার ফলন হবে এ বছর। তবে সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৮৪ হেক্টর জমির পানের বরজ এখনও মাথা তুলে দাঁড়ায়নি। এতে পান উৎপাদন ব্যাহত হয়েছে ৮০০ টন, যার আর্থিক ক্ষতি প্রায় সাড়ে ১১ কোটি টাকা। এতে বরগুনার প্রায় সাড়ে তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়নি। পানচাষিরা ক্ষতিগ্রস্ত হলে সরকারের কোনো ধরনের প্রণোদনার আওতায় আনা হয় না বলেও জানান তিনি। 

বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম বাংলানিউজকে বলেন, প্রতিনিয়ত বাড়ছে পানের বরজ। উপজেলার প্রায় ইউনিয়নে রয়েছে উঁচু ও উর্বর জমি যা পান চাষে অত্যন্ত উপযোগী। আমাদের উপ-সহকারী কর্মকর্তারা পান চাষের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এতে পান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। যদি সরকারিভাবে কোনো প্রণোদনা দেওয়া হয় তাহলে কৃষকরা আরও পান চাষ করে অর্থনৈতিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু 
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক‌্য ধরে রাখ‌তে হবে: সে‌লিমা রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com