Home » বরিশাল » বরিশাল সদর » বর্নাঢ্য আয়োজনে শেষ হোলো বরিশাল’৮৫ ব্যাচের মিলন মেলা-২০২৪
১৩ December ২০২৪ Friday ৭:৪২:৫০ PM
বর্নাঢ্য আয়োজনে শেষ হোলো বরিশাল’৮৫ ব্যাচের মিলন মেলা-২০২৪
নগর প্রতিনিধি:
বরিশাল নগরীর প্লানেট ওয়ার্ল্ড এ অনুষ্ঠিত হচ্ছে বরিশাল বিভাগীয় এস,এস,সি ১৯৮৫ ব্যাচের মিলন মেলা। কোভিড বিপর্যয়ের সময় থেকে সারাদেশে এই ধরনের এস,এস,সি ব্যাচভিত্তিক গ্রুপ গুলোর সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের ১৯৮৫ এস,এস,সি ব্যাচ “বন্ধুত্বের বন্ধনে-৮৫।।বরিশাল বিভাগ’এর যাত্রা শুরু হয় ২০২২ সনে।
সকাল ৮ টার সময় রেজিষ্ট্রেশনের মাধ্যমে শুরু হয় মিলন মেলা-২০২৪ যা কিনা এই গ্রুপের ৪র্থ মিলন মেলা। তারপরে সকালের নাস্তা পরিবেশন করা হয়।
সকাল থেকেই দুর দুরান্ত থেকে এস,এস,সি ৮৫ ব্যাচের বন্ধুরা বরিশাল নগরীর প্লানেট পার্কে উপস্থিত হয়ে নিজের উপস্থিতি নিশ্চিত করে।
সকাল ১০ টায় গ্রুপের লোগো সম্বলিত ফেস্টুন সহ বেলুন উড়িয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
তারপরে অডিটরিয়ামে ১৯৮৫ র যেসকল বন্ধুরা ইহলোক ছেড়ে চলে গেছে সেসকল বন্ধুদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
বিশালাকৃতির কেক কেটে একে অপরকে খাইয়ে দেওয়ার মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এরপরে শুরু হয় অংশনেওয়া বন্ধুদের পরিচয় পর্ব। একে একে উপস্থিত সদস্যরা নিজের নাম, এস এস সি পাশের বিদ্যালয়ের নাম এবং বর্তমান পেশা জানিয়ে সকলের কাছে নিজেকে উপস্থাপন করে।
১২:৩০ মিনিটে নামাজের বিরতি দেওয়া হয়।
দুপুর ২টায় মধ্যাহ্ন ভোজের শুরু হয় চলতে থাকে ৩ টা পর্যন্ত।
তারপরেই শুরু মিলন মেলার সবচেয়ে আকর্শনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে অংশ নেয় ৮৫’র সদস্যরা এবং পেশাদার শিল্পী ও সাংস্কৃতিক তারকারা।চলে মাগরিবের আজান পর্যন্ত। নামাজের পরে আবারো চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সবশেষে র্যাফেল ড্র করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান