Home » বরিশাল » বরিশাল সদর » বৈষম্যহীন বাংলাদেশ কোন পথে?বরিশালে বাসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ March ২০২৫ Sunday ৭:২৮:২১ PM
বৈষম্যহীন বাংলাদেশ কোন পথে?বরিশালে বাসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নগর প্রতিনিধি:
আজ ১৬ মার্চ বিকাল ৪টায় নগরীর কীর্তনখোলা মিলনায়তনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে “বৈষম্যহীন বাংলাদেশ কোন পথে?” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী। বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সুজন আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক রণজিৎ মল্লিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান, উন্নয়নকর্মী রণজিৎ দত্ত, সুজন বরিশাল জেলা শাখার সম্পাদক রফিকুল আলম,কড়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সোনালী কর্মকার, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবু আল রায়হান, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান, পরিবেশ আন্দোলনের কর্মী লিংকন বায়েন প্রমুখ। বক্তারা বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ৭ মাসের কাজের মধ্য দিয়ে বৈষম্যের বিরুদ্ধে যাত্রা শুরু করার কোন লক্ষণ দেখা যায়নি। বরং বাসের ভাড়া অর্ধেক করার দাবিতে আন্দোলন করা ছাত্রনেতা রাতারাতি হেলিকপ্টারে চড়া শুরু করেছেন, আইনের শাসনের বদলে মব ভায়োলেন্সের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার হাতবদল হয়েছে, কিন্তু ব্যবস্থার বদল হয়নি। কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেন, সরকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছেনা অথচ দশ বছরের মধ্যে সর্বনিম্ন দ্রব্যমূল্য বলে মিথ্যা আস্ফালন করছে। আরেকদিকে সেনাপ্রধান স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকীর মুখে তাই সবাইকে শান্তি বজায় রাখাতে প্রতিবাদ-বিক্ষোভ থেকে বিরত থাকতে বলে মূলত গণতান্ত্রিক পরিবেশকে সংকুচিত করতে চেয়েছেন। প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবকে কম সংস্কার হলে এবছর ডিসেম্বরে বেশী সংস্কার করলে আগামী বছরের জুনে নির্বাচন হবে বলে জানিয়েছে। ক্ষমতায় থাকার জন্য তারা নির্বাচনকে বিলম্বিত করতে চান, অথচ দ্রব্যমূল্য পরিস্থিতি নাগালের বাইরে, আরেকদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি মবসন্ত্রাসে নিমজ্জিত।তিনি সুষ্ট নিরবাচনের জন্য ন্যূনতম সংস্কার করে অবিলম্বে নির্বাচন দেয়া ছাড়া কোন স্থিতিশীলতা আনা সম্ভব নয় । নতুন দল সম্পর্কে বলেন, নামে নতুন হলেও চরিত্রে পুরাতন। ব্যবসায়ীদের টাকায় দল চালিয়ে দেড় কোটি টাকায় ইফতার পার্টি করে সিন্ডিকেট ভাঙার লড়াই করা সম্ভব নয়। পুঁজিপতিদের হাতে জিম্মি হয়ে সিংহভাগ দরিদ্র মানুষের স্বার্থরক্ষা করা সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে শ্রমিক-কৃষক মেহনতী মানুষের পক্ষের রাজনৈতিক শক্তিকেই শক্তিশালী করতে হবে। কমরেড খালেকুজ্জামান বলেন, দলীয় চিন্তার বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার মতামত এই মতবিনিময় সভার মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করেছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার হাতবদল হলেও ব্যবস্থার বদল হয়নি। বরং শাপলা আর শাহবাগের মত অহেতুক বিতর্ক সামনে এনে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে।সরকার এ কাজে সহায়তা করছে। মুক্তিযুদ্ধকে বাতিল করার পরিকল্পনা হিসেবে সংবিধান থেকে চার মূলনীতি বাতিলের কথা আসছে অথচ মুক্তিযুদ্ধের বাইরে গিয়ে বাংলাদেশে গণমানুষের পক্ষে কোন বয়ানই দাঁড় করানোর অপচেষ্টা জনগণ মেনে নেবে না। কমরেড খালেকুজ্জামান মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে লড়াকু বাম প্রগতিশীল শক্তিকে কেন্দ্রে রেখে গণমানুষের গনতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে আগুয়ান করার আহবান জানান। সভাপতির বক্তব্যে ডাঃ মনীষা চক্রবর্ত্তী বলেন, নতুন নামে পুরাতন চিন্তা দিয়ে শোষণমূলক ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে বাসদসহ বাম গণতান্ত্রিক শক্তিকেই শক্তিশালী করতে হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড