Home » পিরোজপুর » পিরোজপুর সদর » প্রধান শিক্ষকের হাত-পা ভাঙার ঘটনায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
২৬ September ২০২৫ Friday ৬:১৬:৫৭ PM
প্রধান শিক্ষকের হাত-পা ভাঙার ঘটনায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের হাত-পা ভেঙে দেয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত সরদার কামরুজ্জামান চাঁনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ চাঁনকে গ্রেফতার করে।
সরদার কামরুজ্জামান চাঁন মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে নিজের মোটরসাইকেলযোগে বিদ্যালয় থেকে পিরোজপুর শহরে ফেরার পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা নামক স্থানে ৭-৮ জন যুবক ৩-৪টি মোটরসাইকেলযোগে প্রধান শিক্ষক বিপুল মিত্রের গতিরোধ করা হয়। পরে তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে তার দুই পা ও ডান হাত ভেঙে যায়।
এ সময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও আহত হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে বিপুল মিত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
মামুন অভিযোগ করেন, চাঁন ও জিয়াউল ইসলাম খানের নির্দেশে ১০-১২ জন যুবক এ হামলা চালায়। বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
চাঁনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্গাপূজায় বরিশালে র্যাবের তিন স্তরের নিরাপত্তা, চলছে সাইবার মনিটরিং
বরিশাল ৫: জামায়াত-ইসলামি আন্দোলনের একক প্রার্থী, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি
বিচার বিভাগীয় কার্যক্রম পরিদর্শনে বরিশাল আদালত চত্বরে প্রধান বিচারপতি ও আন্তর্জাতিক প্রতিনিধিদল
জেলায় প্রায় ২ হাজার মন্ডপে দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন
বরিশালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইসির মতবিনিময়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা