পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কৃষকের ইক্ষু চুরির ঘটনাকে কেন্দ্র করে পিতা- পুত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের নীলপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে। আহতরা হলেন,নুরুজ্জামান গাজী (৬৫) ও তার পুত্র মিজানুর রহমান (৩৬)।
গুরুতর আহত পিতা -পুত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নীলপুর গ্রামের মৃত চানমিয়া গাজীর ছেলে নুরুজ্জামান গাজী ও তার ভাই খলিলুর রহমান গাজীর মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল।কিছুদিন পূর্বে কৃষক নুরুজ্জামান গাজীর ভিটা থেকে ইক্ষু চুরি হয়।
ওই ইক্ষু চুরির ঘটনায় ছোট ভাই খলিল গাজীকে সন্দেহ করায় উভয়ের মধ্যে বাক বিতন্ড হয়।অতঃপর খলিলুর রহমান গাজী,স্ত্রী জাবেদা খাতুন ও ভাড়াটে সন্ত্রাসী সিকান্দারকে নিয়ে নুরুজ্জামান গাজীর ওপর হামলা চালায় এবং ইট দিয়ে আঘাত করে তার মাথা থেতলে দেয়।পিতার ডাক-চিৎকারে পুত্র মিজানুর রহমান বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ইট দিয়ে মাথায় আঘাত করে।
স্বজনরা গুরুতর আহত অবস্থায় পিতা -পুত্রকে মাঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সি চিকিৎসাধীন গুরুতর আহত মিজানুর রহমান গাজী জানান,এর আগেও খলিলুর রহমান আমার বৃদ্ধ পিতাকে মারধর করেছে। হামলার এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন। এ বিষয় প্রতিপক্ষ খলিলুর রহমান গাজীর সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান