দুই বার সময় বাড়িয়েও শেষ হয়নি বরিশাল ক্যানসার হাসপাতালের নির্মাণ কাজ
বিশেষ প্রতিনিধি:
দুই বার সময় বাড়িয়েও নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে না বরিশালের ক্যানসার, কিডনি ও হৃদরোগীদের জন্য বিশেষায়িত হাসপাতালের নির্মাণ কাজ। ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা থাকলেও অগ্রগতি মাত্র ৬৫ ভাগ। সংশ্লিষ্টরা বলছেন, যন্ত্রপাতি আমদানির জটিলতা ও নির্মাণ কাজে ধীরগতির কারণে শেষ হচ্ছে না কাজ।
বরিশাল মেডিকেলের পাশেই আড়াই একর জায়গায় ক্যানসার, কিডনি ও হৃদরোগীদের জন্য ৪৬০ শয্যার হাসপাতাল নির্মাণ শুরু হয় ২০২১ সালের ২৩ জুলাই। যা শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুনে। নানা জটিলতায় কাজ শেষ না হওয়ায় মেয়াদ দুই বছর বাড়ানো হয়। তবে এর পরও শেষ হচ্ছে না কাজ।
হাসপাতালের নার্স জানান, বিশেষায়িত হাসপাতাল নির্মাণে দেরি হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চাপ বাড়ছে। এত বেশি রোগীদের সঠিকভাবে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স আর চিকিৎসকদের।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহকারী পরিচালক রেজওয়ানুর আলম বলছেন, হাসপাতালটি হলে একই জায়গায় আধুনিক সব চিকিৎসা পাবেন ক্যানসার রোগীরা।
বরিশাল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামাল হোসেন বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার পেছনে যন্ত্রপাতি আমদানির জটিলতা ও নির্মাণ কাজে ধীরগতিই দায়ী। তবে নির্ধারিত সময় ৩০ জুনের মধ্যে ৯০ ভাগ কাজ শেষ করার আশা করা যাচ্ছে।
বরিশালে মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য বলছে, প্রতি মাসে গড়ে ৪০০ ক্যানসার রোগী চিকিৎসা নেয়। বিশেষায়িত হাসপাতাল চালু হলে কমবে রোগীর চাপ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ ৪ বিভাগে নতুন কমিশনার
বরিশাল-বরগুনাসহ আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক
বরিশাল বিভাগের তিন আসনে শক্ত অবস্থানে ইসলামী আন্দোলন