Current Bangladesh Time
Friday November ১৪, ২০২৫ ৮:৩২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » নগরীতে পানিবাহিত চর্ম রোগের ভয়াবহ প্রাদুর্ভাব
১১ March ২০২৫ Tuesday ১:০৯:৪৪ AM
Print this E-mail this

নগরীতে পানিবাহিত চর্ম রোগের ভয়াবহ প্রাদুর্ভাব


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল নগরীতে পানিবাহিত চর্মরোগ ভয়াবহ আকার ধারন করেছে। এই রোগ বস্তি এলাকাগুলোতে ছড়িয়েছে ঘরে ঘরে। ক্রমেই তা নগরীর অন্য আবাসিক এলাকাগুলোতেও ছড়াচ্ছে। নিচু এলাকাগুলোতে বিভিন্ন সময় সৃষ্ট জলাবদ্ধতায় পানির দূষণে এ রোগ ছড়াচ্ছে বলে দাবি করছে বিসিসি কর্তৃপক্ষ। আক্রান্তদের মধ্যে ৮০% হলো শিশু, নারী ও বৃদ্ধ। চর্ম বিশেষজ্ঞরা আসন্ন গরমে পরিস্থিতির আরো অবনতির শংকা করছেন। বরিশাল নগরীর ৫ নং পলাশপুর বস্তির জনসংখ্যা ৬ হাজার ১৪৯ জন। গত একমাসে এখানে ৩ হাজার ৭৮৮ জন ফাংগাস জাতীয় চুলকানী রোগে আক্রান্ত হয়েছেন। এখানকার সবাই স্বল্প মজা খালের পানিতে গোসল, কাপড় ও বাসন ধোয়ার কাজ করে থাকেন। এলাকাটি নিচু হওয়ায় বর্ষা ও জোয়ারে বারবার জলাবদ্ধতার শিকার হয়। আক্রান্তরা দিয়েছেন তাদের বর্তমান অস্থির জীবন যাপনের বর্ননা। বলেছেন কোন অষুধে কাজ হচ্ছে না। তারা জানান, এতোদিন এ রোগ আমাদের এখানে ছিলো না। অল্প দিন হয় এ রোগ ছড়িয়েছে। প্রথমে দানা হয়, পরে চুলকাতে গিয়ে লাল হয়ে এর থেকে পানি বের হয়। তারপর এটি সারা শরীরে ছড়িয়ে যায়। অনেক ওষুধ খেয়েছি কিন্তু কোন কাজ হচ্ছে না। রোগাক্রান্তদের সারা শরীরে নিম পাতা, বরইপাতা ও কাচা হলুদ মাখিয়ে রাখছি। খালের পানি দূষিত বলে এটা হচ্ছে।
অপর একজন বলেন, বিকেল থেকে সারারাত সারা শরীর চুলকায়, ঘুমাতে পারি না। ওষুধে কাজ হচ্ছে না। বাধ্য হয়ে আজ কাচা হলুদ ও নিমপাতা মেখে দিয়েছি। আমাদের এলাকার সবার অবস্থাই এরকম।
অন্যজন বলেন, চুলকালে ভীষন জ্বলে, রক্ত বের হয়ে যায়। এরপর সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত ব্যাথা। ক্লাসভরে নিমপাতার রস খেয়েছি তাতেও কাজ হয়নি।
শরীরের চুলকানি সহ্য  করতে না পেরে রাতে ঘুম থেকে উঠে গরম পানিতে নুন দিয়ে তা শরীরে ঢালি। যেখানে মলম লাগাই তার পাশ থেকে খুজলি ওঠে।
একই অবস্থা নগরীর স্টেডিয়াম কলোনী, নামার চর, ভাটার খাল, শিশু পার্ক ও বিডিএস বস্তির। নগরীর অন্য ১৮টি বস্তির সবগুলোতেই এ রোগের প্রাদুর্ভাব ঘটেছে।  এসব বস্তির শতকরা ৮০ ভাগ শিশু, নারী ও বৃদ্ধরা চর্মরোগে আক্রান্ত হয়ে পড়েছেন।
শেবাচিম হাসপাতালের চর্ম রোগ বিশেষজ্ঞ ডা: রেজওয়ান কায়সার বলেন, আগেও আমাদের কাছে এমন রোগী আসতো কিন্তু তার সংখ্যা ছিলো কম। তবে গত কয়েকমাস থেকে অনেক বেশি চর্ম রোগী আসছে। আমরা ভয় পাচ্ছি যে আসছে গরমে এ রোগীর সংখ্যা আরো বেশি বাড়বে। তখন এদের কিভাবে ম্যানেজ করা হবে এটাও চিন্তার বিষয়। শুধু ওষুধ নয় এ রোগ থেকে মুক্তি পেতে কিছু নিয়ম মানতে হয়। বেশিরভাগ রোগী তা মানে না। বেশিরভাগ রোগী ওষুধ খাবার পর আরাম বোধ করলে ওষুধ খাওয়া ছেড়ে দিচ্ছে। শুধু রোগী হয় এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরও আরো সতর্ক হতে হবে।
বরিশাল সিটি এলাকার বস্তির সীমানা পেরিয়ে এই রোগ ক্রমেই অন্য আবাসিক এলাকাগুলোতেও সংক্রামিত হচ্ছে। বরিশাল সিটি কর্পোরেশন এখনো কোন দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি। তারা এটিকে পানি ও ড্রেনেজ সমস্যায় সৃষ্ট বলে দাবী করছে।
বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল ইমাম বলেন, এইসব এলাকায় এ রোগ ছড়ানোর অন্যতম কারন পরিচ্ছন্নতার অভাব এবং দূষিত পানি প্রবাহ। আমরা এ সমস্যা সমাধানে পানি পরীক্ষাসহ অন্য কাজ শুরু করছি। বেশিরভাগ বস্তিতে স্বাদু পানি এবং ড্রেনেজ সমস্যা রয়েছে। এসব স্থানে পানি সরবরাহ ও নিষ্কাশনের যাতে ব্যবস্থা হয় আমরা সে চেষ্টা করছি। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের চেষ্টাও আমরা করছি। আক্রান্তরা যাতে স্বাস্থ্যগত সুবিধা পায় তার জন্য আমরা বিভিন্ন এনজিও’র সহায়তা নেওয়ার চেষ্টা চালাচ্ছি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, অন্য সব বছরের চেয়ে এবছর ইস্কাবেজ আক্রান্তের সংখ্যা অনেক বেশি। জনবহুল এলাকায় এ রোগ বেশি ছড়াচ্ছে। প্রতিটি উপজেলায় আমরা এ রোগে আক্রান্তদের সেবা নিশ্চিত করেছি। তবে এক্ষেত্রে রোগীদের চিকিৎসকের দেওয়া সব উপদেশ মেনে চলতে হবে। রাখতে হবে পরিচ্ছন্নতা বজায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ ৪ বিভাগে নতুন কমিশনার
বরিশাল-বরগুনাসহ আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক
বরিশাল বিভাগের তিন আসনে শক্ত অবস্থানে ইসলামী আন্দোলন
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর
বরিশালে নিরাপত্তা জোরদার, ১৩ স্পটে তল্লাশি চৌকি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com