বরিশাল মেট্রোপলিটন (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে। ডিবি পুলিশের অভিযানকে সাদুবাদ জানিয়েছেন স্থানীয়রা।সোমবার (১১ মে) দুপুরে কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনি থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশ পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন, তিনি বলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার দিকনির্দেশনায় ১০ নং ওয়ার্ড কেডিসি বালুর মাঠ বস্তি এলাকায় তার নেতৃত্বে এসআই মোঃ কামাল হোসেন, এসআই মোঃ লোকমান, এএসআই মোঃ আনোয়ার হোসেন বিপিএম, এএসআই মোঃ জাকির হোসেন, মোঃ রাশেদ, মোঃ ফাহাদ হোসেন, মোঃ সালাউদ্দিন ইমরান, নারী কনস্টেবল মোসাঃ লাইজু আক্তার, মোসাঃ রিয়া মনিসহ সংগীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে কেডিসি এলাকার বাসিন্দাআঃ মান্নান খানের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আনিচ খান(৩৭)কে এক কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিষয় কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি বালুর মাঠ এলাকা থেকে ডিবি পুলিশ পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ একজন আসামীকে থানায় সোপর্দ করেন। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)