বরগুনার পাথরঘাটায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৬৫) নামে এক কৃষক মারা গেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
স্থানীয় জানান, মাদারতলী গ্রামের আলমগীর জমাদ্দারের ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়। সোমবার বিকেল ৫টার দিকে আবু হানিফ তার নিজ ক্ষেতে কীটনাশক ছিটাতে যাওয়ার পথে ওই ক্ষেতে প্রবেশ করেন। এ সময় তিনি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে রাত পর্যন্ত আবু হানিফ বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করে একপর্যায়ে ধানক্ষেত তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাইফুল খান বলেন, ‘ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ করেননি।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদেষ্টা
তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গুজব : তবে অবস্থা সঙ্কটাপন্ন
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ আটক ৪
বরিশালে মনোনয়ন দ্বন্দ্বে ক্ষতবিক্ষত বিএনপি
বরিশাল-ঢাকা মহাসড়কের প্রশস্ত বাড়ছে, তহবিল পেলেই ৬ লেনের কাজ শুরু