বরিশাল নগরীতে বিয়ে বাড়িতে গানবাজনা, ক্ষুব্ধ ইসলামী আন্দোলন নেতার হামলা-ভাঙচুর
নিজস্ব প্রতিনিধি:
বরিশালে বিয়েবাড়িতে গানবাজনা চালানোয় ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে ভাঙচুর করাসহ কনের স্বজনদের লাঞ্ছিত করেছেন পড়শি ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে শহরের ২৪ নং ওয়ার্ডের শরিফবাড়িতে দলটির মহানগরের সদস্য মোহন শরীফ আত্মীয়-স্বজনদের নিয়ে এই হামলা চালিয়েছেন। খবর পেয়ে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও জড়িত কাউকে আটক করেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানগবেষণা রোডের শরিফবাড়িতে বৃহস্পতিবার রাতে মো. মামুন মিয়ার মেয়ের হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। এতে পাত্রসহ তার পরিবারের লোকজন অংশ নেন। এবং আশপাশের প্রতিবেশিরাও এই অনুষ্ঠানে যোগদান করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাত ৯টার দিকে গানবাজনা চলাকালে প্রতিবেশি বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের সদস্য মোহন শরীফ আত্মীয়-স্বজনদের নিয়ে এসে ঝামেলা করেন। এবং ইসলামে গানবাজনা হারাম জানিয়ে বাদ্যযন্ত্রসহ চেয়ার টেবিল ভাঙচুর করলে এর প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন কন্যার পিতা মামুন শরীফ ও তার স্ত্রী-স্বজনেরা। খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. বশিরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
বিয়েবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত মোহন শরিফ দাবি করেন, গানবাজনা ইসলামে হারাম, তাই এটা বন্ধ করা ইমানী দায়িত্ব এবং তিনি সেটাই করেছেন।
তবে এই ধরনের কর্মকান্ড দল সমর্থন করে না বলে জানিয়েছেন বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি প্রফেসর লোকমান হাকিম। তিনি জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থাগ্রহণ করা হবে।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই মো. বশির আহমেদ বলেন, এই ধরনের ঘটনা ফৌজদারি অপরাধের সামিল, ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে অভিযোগ পেলে ব্যবস্থাগ্রহণ করা হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ২৭ অক্টোবর কথা বলবেন তারেক রহমান
বরিশাল নগরীতে বিয়ে বাড়িতে গানবাজনা, ক্ষুব্ধ ইসলামী আন্দোলন নেতার হামলা-ভাঙচুর
২৩ বছর পর দেশে ফিরছেন অভি: বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন