Home » ভোলা » মনপুরা » মনপুরায় মৎস্য অভিযানে এক জেলে আটক
৫ October ২০২৫ Sunday ৬:৩০:৩৫ PM
মনপুরায় মৎস্য অভিযানে এক জেলে আটক
মনপুরা ((ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরায় মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞায় অভিযান চালিয়ে এক জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। শনিবার (০৪ অক্টোবর) দিবাগত রাত ১০ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রাম সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ওই জেলেকে আটক করা হয়।
আটককৃত জেলে উপজেলার হাজীর হাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজীর চর এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে মোঃ ইউসুফ মাঝী।
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে অভিযান পরিচালনা করে মৎস্য অফিস। উপজেলার হাজীর হাট ইউনিয়ন সংলগ্ন চরফৈজুদ্দিন গ্রামের মফিজের হালট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় একটি জেলে নৌকাকে ধাওয়া করে তারা।
এসময় নৌকাটি ভূঁইয়ার হাট স্লুইজ গেইট এলাকায় পৌছালে স্থানীয় মহিলা পুরুষসহ শতাধিক মানুষ মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ ও লগি দিয়ে আঘাত করে। খবর পেয়ে মনপুরা নৌ কন্টিনজেন্ট থেকে নৌ-বাহিনীর সদস্যরা এসে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এতে মৎস্য বিভাগের নৌকায় থাকা দুই মাঝী আহত হয়।
এসময় নৌ-বাহিনীর সদস্যরা ওই মাছধরা নৌকার মাঝী ইউসুফকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে আমাদের মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে এক জেলেকে আটক করেছে। এব্যাপারে থানায় নিয়মিত মামলার পস্তুতি চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’-বরিশালে উপদেষ্টা ফারুক-ই-আযম
বরিশাল বিভাগের একুশ আসনে প্রায় চূড়ান্ত বিএনপির মনোনয়ন
নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ নিধন
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা