Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে এক ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, দোকানে তালা, আটক ১
১৩ October ২০২৫ Monday ৯:৩৩:৩৫ PM
বাউফলে এক ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, দোকানে তালা, আটক ১
ডেক্স রিপোর্ট পটুয়াখালীর বাউফলে ধুলিয়া কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) কুপ্রস্তাবের প্রতিবাদে আজ সোমবার সকাল ১০ টার দিকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে তারা ‘মা টেলিকম’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ‘মা টেলিকম’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. ইমরান হাওলাদারকে (২৫)আটক করে থানায় নিয়ে আসে।ইমরান ধুলিয়া এলাকার সোবাহান হাওলাদারের ছেলে। তিনি ধুলিয়া স্কুল এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন।তিনি বিভিন্ন ধরণের প্রসাধনি বিক্রির পাশাপাশি ছবি তোলার কাজ করেন।ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, আজ সকাল আটটার দিকে রেজিস্ট্রেশনের জন্য ছবি তুলতে যায়। একপর্যায়ে ইমরান তাকে কুপ্রস্তাব দেয়। তাতে রাজি না হয়ে দোকান থেকে দৌড়ে দ্রুত বের হয়ে যায়। পরে বিষয়টি সহপাঠীদের জানায়।সহপাঠীরা এ ঘটনার প্রতিবাদে সকাল ১০ টার দিকে ওই বিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ওই দোকানটিতে তালা লাগিয়ে বন্ধ করে দেয়।খবর পেয়ে পুলিশ গিয়ে ইমরানকে আটক করে থানায় নিয়ে আসে।নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন,‘ষড়যন্ত্র করে ইমরানকে ফাঁসানো হচ্ছে। ওই সময় ওই শিক্ষার্থী একা ছিল না। তার সঙ্গে কয়েকজন সহপাঠীও ছিল। এভাবে কাউকে হয়রানি করা ঠিক না।এ বিষয়ে ইমরান বলেন,‘তিনি কেমন মানুষ, তা স্থানীয় ব্যবসায়ী ও লোকজন ভালো জানেন। তিনি কাউকে কুপ্রস্তাব দেননি,একটি মহলের ষড়যন্ত্রের শিকার।’এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন,‘ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি যেহেতু স্পর্শকাতর, তাই অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’-বরিশালে উপদেষ্টা ফারুক-ই-আযম
বরিশাল বিভাগের একুশ আসনে প্রায় চূড়ান্ত বিএনপির মনোনয়ন
নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ নিধন
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা