ভোলার লালমোহন উপজেলায় অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতির দায়ে মো. জসিম উদ্দিন (৩৮) নামে এ কসাইকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই কসাইকে ২৫ হাজার টাকা অর্থদÐ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। কসাই জসিম উদ্দিন লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের ছেলে।
ইউএনও জানান, টহলরত পুলিশ সদস্যদের দেখে জসিমসহ কয়েকজন পালিয়ে যেতে শুরু করেন। তখন পুলিশের সন্দেহ হলে জসিমকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেন। তখন পুলিশের পক্ষ থেকে ঘটনাটি আমাকে জানানো হয়।
এরপর আমি ঘটনাস্থলে গিয়ে কসাই জসিমের স্বীকারোক্তি ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাকে ২৫ হাজার টাকা অর্থদÐ প্রদান করি। জসিম বিভিন্ন সময় অসুস্থ্য গরু কম দামে কিনে জবাই করে মাংস বিক্রি করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন । এ সময় লালমোহন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রইস উদ্দিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’-বরিশালে উপদেষ্টা ফারুক-ই-আযম
বরিশাল বিভাগের একুশ আসনে প্রায় চূড়ান্ত বিএনপির মনোনয়ন
নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ নিধন
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা