Current Bangladesh Time
Tuesday October ১৪, ২০২৫ ৪:৩৬ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বিচার প্রার্থী সাধারণ মানুষের জন্য বরগুনায় ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
৯ October ২০২৫ Thursday ৯:৪৯:৩৪ PM
Print this E-mail this

বিচার প্রার্থী সাধারণ মানুষের জন্য বরগুনায় ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন


বরগুনা প্রতিনিধি:

বরগুনার আদালত প্রাঙ্গণে দূরদূরান্ত থেকে আসা বিচার প্রার্থীদের বিশ্রামের পাশাপাশি নারী ও শিশুদের জন্য মাতৃদুগ্ধ কর্নার ‘ন্যায়কুঞ্জ’-এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে. বি. এম. হাসান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ উপলক্ষ্যে আয়োজিত এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, জেলা ও দায়রা জজ (নারী ও শিশু) লাইলাতুল ফেরদৌস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ (পিপিএম ) এবং গণপূর্ত বিভাগের নির্বাহী  প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জে. বি. এম. হাসান বলেন, ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের মাধ্যমে দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীদের জন্য একটি সুন্দর ও শান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সময় তিনি আরও বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একযোগে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন কক্ষ ও ভবন ঘুরে দেখেন বিচারপতি জেবিএম হাসান। এসময় তিনি আরো বলেন বরগুনায় বিচারক, আইনজীবী এবং বিচার প্রার্থীদের জন্য অবকাঠামগত উন্নয়নে তিনি ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলবেন। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণের স্থান নির্বাচন সংক্রান্ত বিষয়ে তার সাথে আলোচনা করেন জেলা ও দায়রা জজ আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ কাজী আশরাফুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ -২ দেব্রত বিশ্বাস, সিনিয়র সহকারী জজ এম এ আজহারুল ইসলাম, সহকারি জজ আরিফ হোসেন, মোহা. রানা শেখ, সেলিনা আক্তার এবং পাবলিক প্রসিকিউটর অ্যাড. নুরুল আমিনসহ  স্থানীয় প্রশাসন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতারা।

এর আগে ২০২৩ সালের ২ জুন বিচার প্রার্থীদের জন্য আধুনিক এ বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’-বরিশালে উপদেষ্টা ফারুক-ই-আযম
বরিশাল বিভাগের একুশ আসনে প্রায় চূড়ান্ত বিএনপির মনোনয়ন
নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ নিধন
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com