পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ও পানপট্টি ইউনিয়নের সংযোগ সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সেতুর পশ্চিমপাড়ে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দুই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। এলাকাবাসী জানান, বোয়ালিয়া বদ্ধ খালের ওপর নির্মিত গলাচিপা-পানপট্টি সংযোগ সেতুটি ২০০৭ সালে তৈরি হয়। দীর্ঘদিন ব্যবহারের পর সম্প্রতি এটি ভেঙে পড়ায় দুই ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। প্রতিদিন এই সেতু দিয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপজেলা ও জেলা শহরে যাতায়াত করতেন।
স্থানীয়রা আরও জানান, পানপট্টি ইউনিয়নের কৃষিপণ্য এই সেতুর মাধ্যমেই দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হতো। সেতুটি অচল হয়ে পড়ায় পাশের ‘ব্রিজ বাজার’ও প্রায় নিস্তেজ হয়ে পড়েছে, ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন, প্রভাষক হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন প্যাদা ও ছাত্রদল নেতা ইয়াকুব হাসান প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’-বরিশালে উপদেষ্টা ফারুক-ই-আযম
বরিশাল বিভাগের একুশ আসনে প্রায় চূড়ান্ত বিএনপির মনোনয়ন
নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ নিধন
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা