Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় পুলিশ দেখে পালালেন স্বামী, গাঁজাসহ গ্রেপ্তার স্ত্রী
১০ October ২০২৫ Friday ৯:০১:৫৭ PM
বরগুনায় পুলিশ দেখে পালালেন স্বামী, গাঁজাসহ গ্রেপ্তার স্ত্রী
বরগুনা প্রতিনিধি:
বরগুনায় গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার করেছে জেলা গোয়েদা (ডিবি) পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্ত্রীকে রেখে স্বামী পালিয়ে গেলেও স্ত্রী গাঁজা, নগদ টাকা এবং ডিজিটাল মিটারসহ গ্রেপ্তার হন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক হওয়া মাদক কারবারির নাম তানিয়া (৩৪)। তিনি সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া গ্রামের পলাতক আসামি সবুজের স্ত্রী।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, এসআই বিকাশ কর্মকার, এএসআই নাসির উদ্দিন কনস্টেবল মাহমুদ, কাওসার, মাহাফুজুর ও সুমাইয়াসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবাররাত সাড়ে ১০টা দিকে মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় দলটি গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া গ্রামে একটি ঘরে মাদক কেনাবেচা চলছে। সংবাদ পেয়ে রাত সোয়া ১১টায় ডিবি পুলিশ উত্তর ইটবাড়িয়া গ্রামের তুলাতলা গ্রামে মাদক কারবারি পলাতক আসামি সবুজের বাড়িতে উপস্থিত হন। ডিবির উপস্থিতি টের পেয়ে স্বামী সবুজ পালিয়ে গেলেও স্ত্রীকে গ্রেপ্তার করে। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে সিমেন্টের ব্যাগের মধ্যে নীল পলিথিন থেকে ৬০০ গ্রাম গাঁজা, বিক্রয়ের ৫৬ হাজার টাকা ও একটি ডিজিটাল মিটার উদ্ধার করা হয়।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. ইকরাম হোসেন জানান, ডিবি অভিযানে গাঁজা, বিক্রি করা টাকা ও ডিজিটাল মিটারসহ এক নারী মাদক কারবারি আটক হয়। এ ঘটনায় নারী মাদক কারবারি তানিয়া ও তার স্বামী সবুজকে আসামি করে সদর থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’-বরিশালে উপদেষ্টা ফারুক-ই-আযম
বরিশাল বিভাগের একুশ আসনে প্রায় চূড়ান্ত বিএনপির মনোনয়ন
নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ নিধন
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা