Home » বরিশাল » বাবুগঞ্জ » বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন রহমতপুর ইউনিয়ন বিএনপি
১০ October ২০২৫ Friday ৯:১৩:৫৪ PM
বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন রহমতপুর ইউনিয়ন বিএনপি
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে রাজগুরু এলাকার ৮নং ওয়ার্ডে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তারা।প্রচারণা ও লিফলেট বিতরনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন পক্ষ থেকে এই প্রচারণা চালায়। দিনব্যাপী লিফলেট ও প্রচারনায় তারা বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের কাছে গিয়ে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট ভিক্ষা করেন।
রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রাজন শিকদা, উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান আর্মি খোকন, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক,রহমতপুর ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক কাওছার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক কায়ুম খানসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’-বরিশালে উপদেষ্টা ফারুক-ই-আযম
বরিশাল বিভাগের একুশ আসনে প্রায় চূড়ান্ত বিএনপির মনোনয়ন
নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ নিধন
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা