Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় সুপারি গাছ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
১১ October ২০২৫ Saturday ১:৪৭:৪২ AM
দশমিনায় সুপারি গাছ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় সুপারি গাছে উঠতে গিয়ে বায়জিদ (১০) নামের এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়জিদ ওই গ্রামের মো. শফিকুর রহমানের একমাত্র ছেলে এবং ২২ নম্বর মধ্য গুলি আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলি আউলিয়াপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শামীমের স্ত্রী সুপারি পাড়ার জন্য বায়জিদকে ডাকেন। বায়জিদ কয়েকটি গাছে উঠে সুপারি পাড়ার পর আরেকটি গাছে উঠলে পা পিছলে নিচে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা জসিম জানান, “আমার ভাতিজাকে বিকেলে শামীম মিয়ার স্ত্রী সুপারি পারার জন্য ডাকে। পরে আরেকটি গাছে উঠতে গিয়ে পড়ে যায়। হাসপাতালে এসে জানতে পারি, সে মারা গেছে।”
ঘটনার পর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, “মরদেহ থানায় এনে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এদিকে, মো. শামীমের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’-বরিশালে উপদেষ্টা ফারুক-ই-আযম
বরিশাল বিভাগের একুশ আসনে প্রায় চূড়ান্ত বিএনপির মনোনয়ন
নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ নিধন
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা