Current Bangladesh Time
Tuesday October ১৪, ২০২৫ ১:০৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » স্বাস্থ্য » শেবাচিম হাসপাতালে চালু হলো ক্যান্সার রোগের পরীক্ষা-নিরীক্ষা
১২ October ২০২৫ Sunday ২:৫৫:১২ PM
Print this E-mail this

শেবাচিম হাসপাতালে চালু হলো ক্যান্সার রোগের পরীক্ষা-নিরীক্ষা


নগর প্রতিনিধি:

দীর্ঘ প্রতীক্ষার পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ক্যান্সার রোগের সকল পরীক্ষা-নিরীক্ষা। প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি নির্মিত হয়েছে। 

সেই সাথে প্যাথলজি ল্যাবকে সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। আধুনিক এই ল্যাবরেটরি দুইটিতে অটোমেশন চালু করা হয়েছে। যার ফলে ল্যাবের কাজ আরও দক্ষতা ও স্বচ্ছ হচ্ছে।

আজ রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় হেমাটোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

হাসপাতালের মূল ভবনের ২য় তলার ডি ব্লকে হেমাটোলজি ল্যাবরেটরি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগ উদ্বোধন শেষে ৪র্থ তলার সার্জারি সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সঞ্চালনার দায়িত্বে থাকা ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. আফসানা সাবরিন বলেন, হাসপাতালের প্যাথলজি ল্যাবকে সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ রোগীদের জন্য দ্রুত ও নির্ভুলভাবে রোগ নির্ণয় করা হচ্ছে। 

নতুন এই ল্যাবরেটরি মেডিসিন বিভাগে রোগীদের জন্য নমুনা সংগ্রহ ও শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগারে ব্যবস্থা করা হয়েছে। এখানে সবকটি কাউন্টারে অটোমেশন চালু করা হয়েছে। যা ল্যাবরেটরির কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করছে। যার ফলে ল্যাবের কাজে আরও দক্ষতা ও স্বচ্ছ হচ্ছে।

আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগে রাসায়নিক বিশ্লেষণের জন্য অটো-অ্যানালাইজার একাধিক মেশিন, রক্ত গণনা ও জমাট বাঁধার জন্য বিশেষ মেশিন, মাইক্রোবায়োলজির ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক পরীক্ষা করার জন্য ইনকিউবেটর, অটোমেটেড কালচার সিস্টেম চালু করা হয়েছে।

আলোচনা সভায় হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী বলেন, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্যারের সহযোগিতায় পদ সৃষ্টির ১৫ বছর পর ২০২৫ সালের ৩ আগস্ট হাসপাতালে চালু করা হয় হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। সেখানে রক্ত, অস্থিমজ্জার রোগ নির্ণয়, চিকিৎসা, রোগ প্রতিরোধে, নতুন চিকিৎসা পদ্ধতি, কৌশল উদ্ভাবন ও রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় আজ ১২ অক্টোবর উদ্বোধন করা হলো হেমাটোলজি ল্যাবরেটরি। 

এই ল্যাবরেটরিতে রক্ত কোশ, হিমোগ্লোবিন, রক্তের প্রোটিন, অস্থি মজ্জা, প্লেটলেট, রক্তনালী, প্লীহা এবং জমাট বাঁধার প্রক্রিয়া, হিমোফিলিয়া, ব্লিডিং ডিসঅর্ডার, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যানসার সম্পর্কিত রোগ নির্ণয় করা সম্ভব হবে।

আলোচনা সভায় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, আজ আমাদের একটি আনন্দের দিন, বরিশালে এই প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি ও আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের যাত্রা শুরু হয়েছে। এই দুই ল্যাবরেটরির প্রতিটি মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

একই সাথে ল্যাব গুলোতে অটোমেশন প্রক্রিয়ার যাত্রা শুরু। এর মাধ্যমে হেমাটোলজি ল্যাবরেটরি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগের টেস্টিং এবং রিপোর্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্যসেবার মান উন্নত ও রোগীদের রোগ নির্ণয়ে আরো সহায়ক হবে। পাশাপাশি মেডিকেল শিক্ষার উন্নতির জন্য একটি অংশ রয়েছে। আশা করব আমাদের এই পথচলা আগামীতে আরও দৃঢ় হবে।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর’র সভাপতিত্বে হেমাটোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমূল আহসান, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মাদ মাহামুদ হাসান ও সহকারী পরিচালক (অর্থ ও ভা-ার) সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েম সাদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে তিন বছর পর আবারও ক্যাট শো অনুষ্ঠিত
কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক
মাঝের চরে নিদারুণ কষ্টে কাটছে জেলেদের জীবন
যেসব উপকার পেতে আনারস খাবেন
কুয়াকাটায় রাখাইনদের মাহা সাংগ্রাই জলকেলি উৎসব শুরু
বাংলাদেশ সৌদিতে কি ঈদ একই দিনে ?
বরিশালে দর্জিপাড়ায় ব্যস্ততা, নির্ঘুম রাত কাটছে কারিগরদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com