Home » কলাপাড়া » পটুয়াখালী » গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে — এবিএম মোশাররফ হোসেন
১২ October ২০২৫ Sunday ৬:৩৭:৩৮ PM
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে — এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। কেননা চাকরি লাভে কোটা প্রথা বাতিলের দাবিতে অভ্যুত্থান সংঘটিত হলেও এই সরকার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেনি। দেশের ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেওয়ায় শিল্পায়নের জন্য ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে কর্মসংস্থান হচ্ছে না। এক এস. আলম গ্রুপ ব্যাংক থেকে আড়াই লাখ কোটি টাকা নিয়ে গেছে। এছাড়া বেক্সিমকো গ্রুপ, সামিট গ্রুপসহ একাধিক বহুজাতিক প্রতিষ্ঠান দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে।”
শনিবার রাতে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।
এবিএম মোশাররফ আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের নেওয়া পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কিছু মেগা প্রকল্প দেশের অর্থনীতিকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। এসব প্রকল্পে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা ও চীনের মতো দাতা সংস্থার কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যা আগামী ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরিশোধ করতে হবে। এতে রিজার্ভ কমে যাবে এবং অর্থনীতির সূচক অনেক নিচে নেমে যাবে।”
তিনি বলেন, “আগামী বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রয়োজন। অনেক উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে গেছে। আগামী ছয় মাসের মধ্যে যদি সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়, বিদেশিরাও বিনিয়োগ করবে না। তাই আগামীতে যারাই রাষ্ট্রক্ষমতায় যাবে, তাদের জন্য দেশ পরিচালনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।”
রাজনৈতিক টকশো ব্যক্তিত্ব মোশাররফ আরও বলেন, “পিআর পদ্ধতি পৃথিবীর যে দেশেই আছে, সেখানে সরকার অস্থিতিশীল হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল এককভাবে সরকার গঠন করতে পারবে না। পিআর ব্যবস্থায় নেপালে গত ১৭ বছরে ১৩ বার সরকার ভেঙেছে।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির, সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাহ উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, জাপা (এ) নেতা অ্যাডভোকেট আবদুস সত্তার, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (চরমোনাই) উপজেলা সহ-সভাপতি অ্যাডভোকেট জেড. এম. কাওছার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ধানখালী ইউনিয়নের দায়িত্বশীল নেতা অ্যাডভোকেট নুর হোসেন খান, উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহাবুদ্দিন খন্দকার প্রমুখ।
এর আগে কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ আদালত বার ভবনে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠান শেষে তিনি আইনজীবীদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’-বরিশালে উপদেষ্টা ফারুক-ই-আযম
বরিশাল বিভাগের একুশ আসনে প্রায় চূড়ান্ত বিএনপির মনোনয়ন
নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ নিধন
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা