Home » উজিরপুর » বরিশাল » আর দেরি নয়, এখনই স্থায়ী বাঁধ চাইনদীভাঙন ও প্রকল্পে ধীরগতির প্রতিবাদে উজিরপুরে দ্বিতীয় দফার মানববন্ধন
১২ October ২০২৫ Sunday ১১:১৬:৩৪ PM
আর দেরি নয়, এখনই স্থায়ী বাঁধ চাইনদীভাঙন ও প্রকল্পে ধীরগতির প্রতিবাদে উজিরপুরে দ্বিতীয় দফার মানববন্ধন
নাজমুল হক মুন্না , উজিরপুর (বরিশাল)বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নে সন্ধ্যা নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও চলমান প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি না থাকায় দ্বিতীয় দফায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে অংশ নেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিগত কয়েক মাসে সন্ধ্যা নদীর ভাঙনে বহু পরিবার গৃহহারা হয়েছে। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজার, এমনকি ইউনিয়নের প্রধান সড়ক।
বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পক্ষ থেকে যথাসময়ে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ভাঙন পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে।
তারা বলেন, ‘প্রকল্প হাতে নেওয়া হলেও কয়েক মাসে এর তেমন অগ্রগতি হয়নি। যতটুকু কাজ হয়েছে, বাস্তবে তার ফল নেই বললেই চলে।’মানববন্ধনে বক্তব্য রাখেন বরাকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খোকন, জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুবদল নেতা জাহিদুল ইসলাম সবুজ, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।তারা বলেন, ‘প্রকৌশল বিভাগের গাফিলতির কারণেই মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরেই বরাকোঠা ইউনিয়নের একাধিক গ্রাম মানচিত্র থেকে মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
তবে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, ইউএনও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রশাসনিক সহায়তা অব্যাহত রেখেছেন।
বক্তারা জানান, নদীভাঙনের কারণে শুধু ঘরবাড়ি নয়, হুমকির মুখে পড়েছে এলাকার শিক্ষা ব্যবস্থা, কৃষি ও ব্যবসা-বাণিজ্য। শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, কৃষিজমি নদীগর্ভে চলে যাচ্ছে, শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
মানববন্ধনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডিকে যৌথভাবে উদ্যোগ নিতে হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’-বরিশালে উপদেষ্টা ফারুক-ই-আযম
বরিশাল বিভাগের একুশ আসনে প্রায় চূড়ান্ত বিএনপির মনোনয়ন
নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ নিধন
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা