Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে কাজে বাঁধা দেওয়া ও গালাগালের প্রতিবাদ করায় নারীকে পিটিয়ে জখম
১২ October ২০২৫ Sunday ১১:২৭:৩৭ PM
বাউফলে কাজে বাঁধা দেওয়া ও গালাগালের প্রতিবাদ করায় নারীকে পিটিয়ে জখম
ডেক্স রিপোর্ট :
পটুয়াখালীর বাউফল পৌরসভায় পানি নিষ্কাশন পাইপের কাজে বাঁধা ও গালাগালের প্রতিবাদ করায় মাহিনুর বেগম (৩৫) নামের এক নারীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যার দিকে বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বালিকা বিদ্যালয় সড়ক এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত মাহিনুর বেগম বালিকা বিদ্যালয় সড়ক এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জানা গেছে, বাউফল পৌরসভার বালিকা বিদ্যালয় সড়ক এলাকার মো. সবুজ নামের এক শিক্ষক পরিবারের ব্যবহৃত পানি নিষ্কাশনের পাইপের লাইন সম্প্রতি বন্ধ হয়ে যায়। শিক্ষক সবুজ পানি নিষ্কাশনের বন্ধ লাইন সচল করার জন্য শ্রমিক দিয়ে কাজ করতে গেলে স্থানীয় আবু তাহের নামে এক ব্যক্তি তাতে বাঁধা দেন। নিরুপায় হয়ে তিনি বাউফল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী (ইউএনও) আমিনুল ইসলাম বরাবরে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে আজ ইউএনওর নির্দেশে আজ রোববার বিকেলে উপজেলা ভ‚মি কার্যালয়ের জরিপকারক মো. আনিচুর রহমান সরেজমিনে যান।
তখন স্থানীয় লোকজন বলেন,আবু তাহের অন্যায়ভাবে ওই শিক্ষক পরিবারকে হয়রানি করার জন্য বাঁধা দিচ্ছেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে গালাগাল শুরু করেন আবু তাহের। মাহিনুর বেগম তার (আবু তাহের) গালাগালের প্রতিবাদ করেন। একপর্যায়ে আবু তাহের ওই নারীকে প্রকাশ্যে পিটিয়ে আহত করেন। স্থানীয় লোকজন আহত ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
জরিপকারক আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘সরকারিভাবে নির্মিত সড়কের এক পাশ দিয়ে পানি নিস্কাশনের পাইপ। নিষ্কাশনের লাইন সচল করে তার সামনেই অশালীন ও অসৌজন্যমূলক অচরন করেন। জরিপকারক আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আবু তাহের তার সামনেই অশালীন ও অসৌজন্যমূলক অচরন করেন। এ কারণে তিনি চলে এসেছেন।’ তিনি আরও বলেন, সরকারিভাবে নির্মিত সড়কের এক পাশ দিয়ে পানি নিস্কাশনের পাইপ। পানি নিষ্কাশনের লাইন সচল করে তিনি আবার সড়ক ঠিক করে দিবেন। এর আগেও একইভাবে পানি নিষ্কাশনের লাইনের কাজ করে সড়ক মেরামত করে দিয়েছেন ওই শিক্ষক।
এ বিষয়ে আবু তাহের বলেন,‘তার (মাহিনুর) সঙ্গে কোনো বিরোধ নাই। শিক্ষক সবুজের পক্ষ নিয়ে ঝগড়া করতে এসেছেন। এ কারণে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে।শিক্ষক সবুজ তার (আবু তাহের) জায়গা দিয়ে পানি নিষ্কাশনের নাম করে শৌচাগারের মলমূত্র নিষ্কাশনের সংযোগ দিয়েছে। এ কারণে তিনি বাঁধা দিয়েছেন। তবে মারধরের অভিযোগ সত্য না।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন,‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’-বরিশালে উপদেষ্টা ফারুক-ই-আযম
বরিশাল বিভাগের একুশ আসনে প্রায় চূড়ান্ত বিএনপির মনোনয়ন
নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ নিধন
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা