Home » জাতীয় » শ্যামলি পরিবহনের ধাক্কায় বরিশালগামী ইউরো লাইনের বাস খাদে, শিশুসহ নিহত ২
১৫ October ২০২৫ Wednesday ৩:১২:১৩ PM
শ্যামলি পরিবহনের ধাক্কায় বরিশালগামী ইউরো লাইনের বাস খাদে, শিশুসহ নিহত ২
নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী শ্যামলী পরিবহন বাসের ধাক্কায় অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিভর্তি খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই শামসুন্নাহার (৪০) নামে এক নারী নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বুধবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শামসুন্নাহার বরিশাল জেলার উজিরপুর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী। নিহত অপরজন এক শিশু, তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন নামের একটি পরিবহন বাস ও শ্যামলী পরিবহন একে অপরকে ওভারটেকিং করছিল। সে সময় শ্যামলী পরিবহনের ধাক্কায় ইউরো লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি খাদে উল্টে যায়।
‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাই। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। শ্যামলী পরিবহন বাসটিকে আটক করা হয়েছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা
আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির মামলা
কোনো প্রভাব নয়, নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালিত হবে:বরিশালে সিইসি