Home » ভোলা » ভোলা সদর » ভোলার মেঘনায় ধরা পড়ল ২১ কেজির বাঘাইড়, বিক্রি হোলো সাড়ে ২১ হাজার টাকায়
২৬ October ২০২৫ Sunday ৮:৩২:৪০ PM
ভোলার মেঘনায় ধরা পড়ল ২১ কেজির বাঘাইড়, বিক্রি হোলো সাড়ে ২১ হাজার টাকায়
ভোলা প্রতিনিধি:
ভোলার মেঘনা নদীতে প্রায় ২১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে ভোলার ইলিশা চডার মাথা মাছঘাটে মাছটি আনা হলে ২১ হাজার ৫০০টাকা দামে কিনে নেন মো.ইমন নামে এক ব্যবসায়ী। সদর উপজেলার ইলিশা মেঘনা নদীতে মাছটি জেলেদের জালে ধরা পড়ে।
জানা গেছে, মা ইলিশ রক্ষায় ২২দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে রোববার স্থানীয় জেলে জাহাঙ্গীর মাঝি তার দুই ছেলেকে সাথে নিয়ে মেঘনায় মাছ ধরতে যান।
নদীতে জাল ফেলার পর তাদের জালে ২০ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটি ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় ইলিশা চডার মাথা মাছঘাটে বিক্রির জন্য আনলে সেখানকার আড়তদার মো.ইমন সর্বোচ্চ দাম ২১ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
মাছটির ক্রেতা আড়তদার মো.ইমন বলেন, এতো বড় বাঘাইড় মাছ আমাদের ঘাটে দেখিনি। মাছটি জেলেরা আড়তে আনার পর সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকায় আমি কিনেছি। মাওয়া ঘাটে পাঠাবো, ২৯ থেকে ৩০ হাজার বিক্রির আশা ক্রেতার।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এটি অভিযানের সফলতা। ২২দিন অভিযান ছিল, নদীতে জাল পড়েনি যার ফলে জেলেরা এতো বড় বাঘাইড় পেয়েছেন। আগামীতেও জেলেরা বড় বড় মাছ পাবেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে তরুণীকে ধর্ষণে ৪ জনের ফাঁসি
বরিশাল-৫ (সদর ও নগর): গুরু-শিষ্যদের লড়াই থামাতে মুখ বন্ধ রাখার নির্দেশ কেন্দ্রের
বরিশাল বিভাগের ২১ আসন: গুলশানে ডাক পেলেন ৬০ মনোনয়নপ্রত্যাশী
আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকে ১৫২তম শুভ জন্মবার্ষিকী
দক্ষিণাঞ্চলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ২৭ অক্টোবর কথা বলবেন তারেক রহমান