Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
১০ November ২০২৫ Monday ৭:৩০:৪৮ PM
বরিশালে পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
নগর প্রতিনিধি:
বরিশাল নগরীতে পুলিশ পরিচয়ে এক প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। কোতোয়ালী মডেল থানায় জিডি করার পর এমন প্রতারণার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, নগরীর এক নারী তার ছেলেকে মারধরের ঘটনায় গত ৭ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ওই নারীর মোবাইলে থানার উপপরিদর্শক (এসআই) পরিচয়ে এক ব্যক্তি ফোন দিয়ে জিডিকে মামলা হিসেবে রুজু করা ও আসামি গ্রেফতারের কথা বলে দুই হাজার টাকা দাবি করেন।
দ্রুত বিকাশে টাকা পাঠাতে বললে ওই নারী এক হাজার টাকা পাঠিয়ে দেন।
পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, যিনি ফোন করেছিলেন তিনি থানার কেউ নন। বিষয়টি প্রতারকের মোবাইল নম্বরসহ থানায় জানালেও এখন পর্যন্ত প্রতারককে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি।
থানার কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী ছাড়াও আরও কয়েকজন একইভাবে প্রতারিত হয়েছেন।
তবে প্রতারক চক্রটিকে ধরতে তেমন কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না পুলিশ।
ভুক্তভোগীরা জানিয়েছেন, থানায় করা জিডির তথ্য ব্যবহার করে প্রতারণা করা ‘রহস্যজনক’। তাদের ধারণা, এ চক্রের সঙ্গে থানার ভেতরকার কেউ যুক্ত থাকতে পারে। তারা অভিযোগ করেন, “থানায় অভিযোগ দেওয়ার পরও যদি চক্রের সদস্যরা ভুক্তভোগীদের ফোন করতে পারে, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে?”
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কয়েকজন প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পেয়েছি। অনুসন্ধানে দেখা গেছে, চক্রটির অবস্থান সাভারে। মোবাইল সিমটি যে জাতীয় পরিচয়পত্র দিয়ে তোলা হয়েছে, সেটি ভুয়া। তাই তাদের শনাক্ত করা কঠিন হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগের তিন আসনে শক্ত অবস্থানে ইসলামী আন্দোলন
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর
বরিশালে নিরাপত্তা জোরদার, ১৩ স্পটে তল্লাশি চৌকি
বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫, নতুন আক্রান্ত ১৭৯