Current Bangladesh Time
Thursday November ১৩, ২০২৫ ৯:১৭ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে চরম হয়রানির শিকার একটি পরিবার
১০ November ২০২৫ Monday ১০:২০:০০ PM
Print this E-mail this

পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে চরম হয়রানির শিকার একটি পরিবার


বামনা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলার জাফ্রাখালি গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে প্রায় তিন যুগ ধরে চলমান পারিবারিক দ্বন্দ্ব ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোসাঃ আসমা বেগম নামে এক নারী। শনিবার বিকেল চারটায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে আসমা বেগম জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে তার স্বামী মোঃ ইউসুফ হাওলাদার ও পরিবারের সদস্যরা বড় ভাই মোঃ মজিবর হাওলাদারসহ কয়েকজনের হাতে নির্যাতন, হুমকি, ভয়ভীতি ও অপমানজনক আচরণের শিকার হয়ে আসছেন। বারবার সালিশ-মীমাংসা হলেও তারা তা না মেনে তাদের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের বসতবাড়ি দখলের চেষ্টা, বসতবাড়ির গাছ কেটে নেওয়া, মাটি খুঁড়ে নেওয়া, ঘর নির্মাণে বাধা সৃষ্টি এবং নানা কৌশলে হয়রানি করা হচ্ছে। একাধিকবার মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ ঘটনার কারণে তাদের সন্তানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়িতে যেতে সাহস পাচ্ছেন না। বাড়ি দেখাশোনা করা ব্যক্তিকেও ভয়-ভীতি দেখানো হচ্ছে। থানাসহ জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও কার্যকর সমাধান মেলেনি বলেও উল্লেখ করেন তিনি। তাদের অভিযোগ, অর্থবলের প্রভাবে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এছাড়া ধারাবাহিক ভয়ভীতি, অপপ্রচার ও সামাজিকভাবে হেয় করার কারণে পরিবারটি গ্রাম ছেড়ে দূরে বসবাস করতে বাধ্য হয়েছে। এতে তারা মানসিক, সামাজিক ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বলেও দাবি করেন আসমা বেগম।

সংবাদ সম্মেলনে আসমা বেগম সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বৈধ পৈতৃক সম্পত্তি ভোগদখল ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে আসমা বেগমের কলেজ পড়ুয়া একমাত্র পুত্র মোঃ সাব্বির হাওলাদারসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগের তিন আসনে শক্ত অবস্থানে ইসলামী আন্দোলন
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর
বরিশালে নিরাপত্তা জোরদার, ১৩ স্পটে তল্লাশি চৌকি
বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫, নতুন আক্রান্ত ১৭৯
আজ সেই ভয়াল ১২ নভেম্বর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com