ভোলায় মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু
ভোলা, ২ জুলাই (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলা সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জাহাঙ্গীর ঢালী (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। ১ জুলাই দিনভর বৃষ্টিতে ভিজে প্রচন্ড ঠান্ডায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, ১ জুলাই দুপুরে ইলিশা এলাকার মন্নান মাঝির নৌকায় জাহাঙ্গীরসহ আরো কয়েকজন মেঘনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় নৌকার অপর জেলেরা জাহাঙ্গীরকে ইলিশা চডারমাথার মাঝেরচরে নামিয়ে দিয়ে জালের এক প্রান্ত ধরে রাখতে বলে। অপর প্রান্ত নিয়ে অন্যরা মাঝ নদীর দিকে যায়। মাছ ধরা শেষে প্রায় ৩ ঘণ্টা পর অন্য জেলেরা চরের কাছে এসে জাহাঙ্গীরকে মৃত দেখতে পায়। বিকালে জাহাঙ্গীরের লাশ বাড়িতে আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
ইলিশা মাছ ঘাটের ব্যবসায়ী আনিস মিয়া জানান, মান্নান মাঝির দাড়ের নৌকায় ভাগীদার হিসেবে জাহাঙ্গীর মাছ ধরতে গিয়েছিল। নৌকার অপর জেলেদের ধারণা ঠান্ডাজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই সুলতান বলেন, তার কাছে এরকম কোনো সংবাদ আসেনি।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |