মেহেন্দীগঞ্জে মাছের আড়তে জলদস্যুদের হামলা-লুটপাট, আহত ৭
বরিশাল, ১১ জুলাই (উম্মে রুম্মান/আমাদের বরিশাল ডটকম): বরিশালের মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের মেঘনা নদীর গোয়ালভাওয়ার চরে বেল্লাল মোল্লার মৎস্য আড়তে হামলা-লুটপাট চালিয়েছে জলদস্যুরা। এ ঘটনায় আড়তের ৭ কর্মচারী আহত হয়েছে।
১০ জুলাই গভীর রাতে ২০/২৫ জনের একদল সশস্ত্র জলদস্যু আড়তে হানা দিয়ে ব্যাপক লুটপাট শুরু করে। এ সময় আড়তে থাকা কর্মচারীরা তাদের বাধা দেয়া চেষ্টা করলে কর্মচারীদের মারধর করে জলদস্যুরা। এতে রুহুল আমিন ও মোসলেম দফাদারসহ ৭ কর্মচারী আহত হয়। জলদস্যুরা নগদ দেড় লাখ টাকা, ৩ লাখ টাকা মূল্যের ইলিশ মাছ ও ১৮টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
স্থানীয় একাধিক আড়ত মালিক জানান, সংঘবদ্ধ এই জলদস্যুরা বিগত দিনে মেঘনায় পন্যবাহি জাহাজে ডাকাতি করে। বর্তমানে ইলিশ মৌসুম শুরু হওয়ায় মাছের আড়তের দিকে দৃষ্টি পড়েছে। আড়ত মালিকদের অভিযোগ বারবার ডাকাতির ঘটনা ঘটলেও জলদস্যুদের বিরুদ্ধে কোস্টগার্ড কিংবা পুলিশ কোন ব্যবস্থা নিতে পারছে না। এমনকি ডাকাতির ঘটনায় মামলাও নিতে চায় না পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মোঃ গার্জ্জালী বলেন, মামলা নেয়া হয় না এটা ঠিক নয়। মূলত ক্ষতিগ্রস্তরাই থানায় অভিযোগ দেয় না। যারা অভিযোগ দিয়েছে তাদের অভিযোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া জলদস্যুদের ধরতে পুলিশ কাজ করছে।
–
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/উরু/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |