বঙ্গোপসাগরে ৬ ট্রলারে ডাকাতি, ১ ট্রলারসহ ২০ জেলে অপহরণ
পাথরঘাটা, ২৫ জুলাই (আমিন সোহেল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার পুর্ব-দক্ষিণে সুন্দরবন সংলগ্ন কটকা-কচিখালী নামক স্থানে ২৪ জুলাই রোববার আনুমানিক রাত ৩টার দিকে জলদস্যূরা জেলে বহরের ৬ টি মাছ ধরা ট্রলারে ডাকাতি করে ১ ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করেছে। এ সময় ট্রলারের যন্ত্রাংশ, মাছ, জাল এবং নগদ টাকাসহ ৫০ লাখ টাকার উপরে মালামাল নিয়ে গেছে বলে জেলা ট্রলার মালিক সমিতি এ খবর নিশ্চিত করেছেন। ওই সময় জলদস্যূদের হামলায় ৬ জেলে আহত হয়েছে। তাদেরকে পাথরঘাটা হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অপহৃত ট্রলারগুলোর মালিক ও জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।
ডাকাতিকৃত ট্রলারগুলো হলো, এফবি মায়ের দোয়া, এফবি আল্লার দান-১, এফবি তালুকদার, এফবি রাসুল, এফবি মেহেদি হাসান ও এফবি ফকির। ২৫ জুলাই সোমবার দুপুরে এফবি আল্লার দান ট্রলারের মালিক বেল্লাল নাজির ট্রলার মালিক সমিতিকে এ তথ্য জানিয়েছেন।
ফিরে আসা জেলে এবং এফবি আল্লার দান ট্রলারের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “২৪জুলাই রোববার রাত ৩ টার দিকে সুন্দরবন সংলগ্ন কটকা-কচিখালী নামক স্থানে জেলেরা জাল ফেলে ঘুমিয়েছিল। এমন সময় ওই জেলে বহরে জলদস্যূরা আকস্মিক হামলা চালিয়ে ২০ জেলেসহ এফবি আল্লারদান-১ নামের একটি ট্রলার অপহরণ করে নিয়ে যায়। ওই সময় জলদস্যূদের সাথে জেলেদের ধস্তাধস্তিতে ৬ জেলে সাগরে ঝাপিয়ে পরলে অন্য একটি ট্রলারের সহযোগিতায় আহত অবস্থায় ফিরে আসে। আহতদের মধ্যে মামুনের হাত এবং পা জলদস্যূরা পিটিয়ে ভেঙ্গে ফেলেছে।” আহত অপর ৫ জনের নাম জানা যায়নি। কোন জলদস্যু গ্রপ এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেননি জেলেরা। তবে এবারে জলদস্যূরা কোনো মুক্তিপণ দাবি করেনি। অপহৃত ট্রলারের নাম জানাতে পারলেও ২০ জেলের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাতে পারেনি ট্রলার মালিক সমিতি।
পাথরঘাটা কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার সাব লে. হারুন অর রশিদ ডাকাতি ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, “আমরা যতদুর জানতে পেরেছি সুন্দরবনে নতুন ডাকাত বাহিনী আলামিন গ্রপ ৭টি ট্রলারসহ ১ জেলে অপহরণ করেছে। তিনি আরও বলেন, আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে থাকা কোষ্টগার্ড সদস্যদের জানিয়েছি এবং যৌথভাবে জেলেদের উদ্ধারের অভিযান চলছে”।
–
(আমাদের বরিশাল ডটকম/পাথরঘাটা/আসো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |