Home » বিনোদন » স্ট্রোক করে আইসিইউতে নির্মাতা ফারুকী, দোয়া চেয়ে তিশার পোস্ট
২৩ January ২০২৪ Tuesday ১০:২৪:২৬ AM
স্ট্রোক করে আইসিইউতে নির্মাতা ফারুকী, দোয়া চেয়ে তিশার পোস্ট
ব্রেইন স্ট্রোক করেছেন দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার দিবাগত রাত একটায় ফেসবুকে দেওয়া একটি পোস্টে এই দুঃসংবাদ জানান ফারুকীর স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। স্বামীর সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
পোস্টে তিশা লিখেছেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। চিকিৎসকের কাছে নিতেই বলল এনজিওগ্রাম করাতে, করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে তার। নিউরো আইসিইউতে অবজারভেশনে রয়েছে। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’
তবে ফারুকীকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা জানায়নি তিশা। মুহূর্তেই ভাইরাল অভিনেত্রীর সেই পোস্ট। ফারুকীর সুস্থতা কামনায় কমেন্ট বক্স ভরে দিয়েছেন তার এবং তিশার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর