“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ ¯স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আইন শৃংখলা বিষয়ক ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৪ ডিসেম্বর সকালে কাঠালিয়া থানা পুলিশের আয়োজনে পুলিশ ভবনের সামনের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারি পুলিশ সুপার মুহিতউল ইসলাম।
থানা অফিসার ইনচার্জ মংচেনলার সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডেতে রাজনীতিবিধ, কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন আইন ও বিষয় সর্ম্পকে উপস্থিত জনতা প্রশ্ন করলে পুলিশ সুপার উজ্জল কুমার রায় তার উত্তর ও সমাধান তুলে ধরেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক