পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাড়ডাকুয়া এলাকার বাদী মনির মৃধার বাড়ি থেকে একটা গরু চুরি হয়।
ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে। এবিষয়ে বাদী মনির মৃধা গলাচিপা থানা অভিযোগ করলে থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আশাদুর রহমান এর দিকনির্দেশনায় এস আই মোঃ বেল্লাল ও তার সঙ্গীও ফোর্স সহ স্থানীয়দের সহোযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকনিকান্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে আসামী মামুন হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির ঘটনা স্বীকার করে এবং তার ঘর থেকে চুরি হওয়া গরুর ৫৫ কেজি মাংসসহ তাকে গ্রেফতার করে গলাচিপা থানা নিয়ে আসে।
এবিষয়ে গলাচিপা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গলাচিপা থানা অফিসার ইনচার্জ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক