Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২
২৬ January ২০২৫ Sunday ১২:২৬:০২ PM
বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কাঞ্চন আলী সিকদার (৮০) ও তার পুত্রবধূ আসমা বেগম (৩০) কে পরিকল্পিতভাবে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার বিকাল ৩ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত হলো ওই থানার ৫ নং ওয়ার্ড দুর্গাপাশা গ্রামের বাসিন্দা। বর্তমানে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কাঞ্চন মিয়ার ছেলেরা ঢাকায় চাকরি করে । তারা বাড়িতে না থাকায় পুত্রবধূ কে খোকন বিভিন্ন সময় অনৈতিক সম্পর্কের জন্য কুপ্রস্তাব দিয়ে আসছিল ও খোকন গরু-ছাগল দিয়ে ভুক্তভোগীর জমির গাছ-গাছালি ফসল নষ্ট করে। ঘটনার দিন খোকন তার গরু দিয়ে ফসল নষ্ট করার সময় কাঞ্চন মিয়ার ছেলে প্রতিবাদ করে। এ নিয়ে সকালে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। বিকালে পরিকল্পিতভাবে খোকন, রুবিনা , ফারুক বিশ্বাস, মোহাম্মদ বিশ্বাস , রুবেল সহ অজ্ঞাত ৫/৭ জন সন্ত্রাসীরা এ হামলা করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে ভর্তি করে। সেনাবাহিনী ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক