বরিশালের গৌরনদীতে মাছ চাষ করার পুকুর থেকে পানি নিতে না দেওয়ায় আব্দুর রব বেপারী (৬৫) নামের এক বৃদ্ধ কে এলোপাথাড়ি কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকেল ৫ টায় নিজ পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ ওই থানার বাটাজোর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসুদেব পাড়া গ্রামের বাসিন্দা মৃত কাসেম আলী বেপারীর ছেলে। বর্তমান তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা সোহাগ বেপারি গংরা জোর করে মাছ চাষ করার পুকুর থেকে পানি নিয়ে জমিতে সেচ দেওয়ার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী পুকুরে মাছ চাষ করায় পানি দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয় সোহাগ বেপারি ,জসিম গাজী, জব্বার সহ অজ্ঞতা চার /পাঁচ জন সন্ত্রাসীরা এ হামলা চালায়। দেশীয় ছুরি ও রামদা দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। প্রশাসন ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড